পোড়ানো হয় না মাটির তৈরি জিনিস। বিক্রি নেই, তাই কুমোরের চাকা ঘোরে না, থমকে তাঁদের ভাগ্যের চাকাও। এই থিম নিয়ে এবারের দুর্গাপুজো হরিদেবপুরের বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের।
'কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি...' আজকের দিনের কবি হলে হয়তো এই কবিতা লিখতে পারতেন না রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ মাটির তৈরি জিনিস এখন তো ব্যাক ডেটেড। ব্যবহারের চল প্রায় উঠেই গিয়েছে। কেমন আছেন কুমোররা? খোঁজ রাখেন না কেউ। পোড়ানো হয় না মাটির তৈরি জিনিস। বিক্রি নেই, তাই কুমোরের চাকা ঘোরে না, থমকে তাঁদের ভাগ্যের চাকাও। এই থিম নিয়ে এবারের দুর্গাপুজো হরিদেবপুরের বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের। থিম নিয়ে কথা বললেন শিল্পী ভিকি মজুমদার।