১০ নয়, ১০০ হাতের দেবী দুর্গাই মূল আকর্ষণ উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের কাঠালবেরিয়াতে । দেবীর ১০টি হাতে অস্ত্র রয়েছে, বাকি হাতে রয়েছে পদ্মফুল।
১০ নয়, ১০০ হাতের দেবী দুর্গাই মূল আকর্ষণ উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের কাঠালবেরিয়াতে । ৫৫ বছরের প্রাচীন পুজো ঘিরে রয়েছে উন্মাদনা। দেবীর ১০টি হাতে অস্ত্র রয়েছে। বাকি হাতে রয়েছে পদ্মফুল। প্রতিমা শিল্পী স্বপ্নাদেশে ১০০ হাতের প্রতিমা নির্মাণের নির্দেশ পেয়েছেন বলেও জানিয়েছেন উদ্যোক্তারা। তাই প্রথা ভেঙে শতভূজা প্রতিমা তৈরি হয়েছে।