এবার সত্যজিৎ রায়ের থিমকেই দুর্গাপুজোর মূল আকর্ষণ করে তুলেছে রামচন্দ্রপুর মিলন সংঘ। সত্যজিৎ রায়ের বইয়ের প্রচ্ছদ আর সিনেমার নানান মুহূর্ত তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপে।
দুর্গাপুজো আর সত্যজিৎ রায় বাঙালির জীবনের সঙ্গে নানাভাবে জড়িয়ে রয়েছে। এবার সত্যজিৎ রায়ের থিমকেই দুর্গাপুজোর মূল আকর্ষণ করে তুলেছে রামচন্দ্রপুর মিলন সংঘ। সত্যজিৎ রায়ের বইয়ের প্রচ্ছদ আর সিনেমার নানান মুহূর্ত তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপে। মণ্ডপের কেন্দ্রবিন্দু হীরকরাজা। রাজার বড় মূর্তি রয়েছে, দড়ি দিয়ে বাঁধা অবস্থায়। যা মনে করিয়ে দিচ্ছে ছোটবেলার সেই স্মৃতি । দড়ি ধরে মারো টান রাজ হবে খান খান-যা এখনও অনেকেরই মুখে মুখে ফেরে।