আলোকসজ্জা এবং সুচারু চিন্তাভাবনায় তৈরি করা মণ্ডপ কতটা মনোগ্রাহী হতে পারে তা দেখা যাবে মুদিয়ালি ক্লাবের এ বছরের দুর্গোৎসবে।
আলোকসজ্জা এবং সুচারু চিন্তাভাবনায় তৈরি করা মণ্ডপ কতটা মনোগ্রাহী হতে পারে তা দেখা যাবে মুদিয়ালি ক্লাবের এ বছরের দুর্গোৎসবে। সরু একফালি রাস্তায় এত সুন্দর কারুকার্য খচিত মণ্ডপ এবং অনন্য সুন্দর প্রতিমা আপনার নজর কাড়বেই। দেখুন সেই ভিডিও।