দুর্গা পূজা ২০২৩: এক প্যান্ডেলেই গোটা দেশ ঘুরে ফেলতে পারেন! এমনই থিম কাঁটাখালি এফপি স্কুল দুর্গাপুজোয়

কাশ্মীর থেকে কন্যাকুমারি, আইজল থেকে মুম্বই... গোটা দেশ ঘুরে ফেলতে পারেন মাত্র ৫ মিনিটে! কী অবাক লাগছে? তাহলে দক্ষিণ ২৪ পরগনার চকপরান কাঁটাখালি এফ পি স্কুল দুর্গা পূজা কমিটির মণ্ডপে অবশ্যই ঢু মারুন।

কাশ্মীর থেকে কন্যাকুমারি, আইজল থেকে মুম্বই... গোটা দেশ ঘুরে ফেলতে পারেন মাত্র ৫ মিনিটে! কী অবাক লাগছে? তাহলে দক্ষিণ ২৪ পরগনার চকপরান কাঁটাখালি এফ পি স্কুল দুর্গা পূজা কমিটির মণ্ডপে অবশ্যই ঢু মারুন। দেশের সমস্ত জ্যোতির্লিঙ্গ মন্দিরের মিনিয়েচার তৈরি করে অদ্ভূত সুন্দর মণ্ডপ সজ্জা করেছেন উদ্যোক্তারা। দেখে মন ভরে যাবে। দেখুন ভিডিও।

02:38থিম ভাত-কাপড়, নারী সম্মানে অভিনব ভাবনা ক্যানিং হাইস্কুল পাড়া দুর্গা উৎসবে02:09Durga Puja 2024: হুগলির সেই বিখ্যাত অট্টালিকা, সিংহ বাড়ির ইতিহাস জানেন?03:49পেন্সিলের সিস দিয়ে দুই ইঞ্চির দুর্গাপ্রতিমা, তাক লাগালেন গঙ্গাসাগরের দেবতোষ দাস09:46'মা যেন অভয়া শক্তিরুপে পশ্চিমবঙ্গের অসুরদের শেষ করে' বেলেঘাটায় পুজো উদ্বোধনে এসে প্রার্থনা শুভেন্দুর06:09সন্তোষ মিত্র স্কোয়ার-এর দুর্গাপুজোর উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী, দিলেন বিশেষ বার্তা02:01মহালয়া না মহাষ্টমী? শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভিড় দেখে একটাই প্রশ্ন সাধারন মানুষের02:34কলকাতাকে টেক্কা! ৪ বিঘা জমির উপর ১১১ ফুটের দুর্গা প্রতিমা, কোথায় হচ্ছে জানেন! দেখুন01:38Kali Puja 2023: গা ছমছমে কবরখানা!! দেখা মিলল অ্যানাবেলের, গিজগিজে ভিড় নিউ টালিগঞ্জ কল্যাণ সমিতিতে06:25Naihati Boro Maa: নৈহাটির বড়মার পুজোর প্রস্তুতি তুঙ্গে, কালীপুজোর আগেই বিশালাকার কালী দেখতে নেমেছে দর্শকদের ঢল01:15Sreelekha Mitra: সিঁদুর খেলায় মত্ত শ্রীলেখা, সোশ্যাল মিডিয়ায় মিলল ঝলক
Read more