কাশ্মীর থেকে কন্যাকুমারি, আইজল থেকে মুম্বই... গোটা দেশ ঘুরে ফেলতে পারেন মাত্র ৫ মিনিটে! কী অবাক লাগছে? তাহলে দক্ষিণ ২৪ পরগনার চকপরান কাঁটাখালি এফ পি স্কুল দুর্গা পূজা কমিটির মণ্ডপে অবশ্যই ঢু মারুন।
কাশ্মীর থেকে কন্যাকুমারি, আইজল থেকে মুম্বই... গোটা দেশ ঘুরে ফেলতে পারেন মাত্র ৫ মিনিটে! কী অবাক লাগছে? তাহলে দক্ষিণ ২৪ পরগনার চকপরান কাঁটাখালি এফ পি স্কুল দুর্গা পূজা কমিটির মণ্ডপে অবশ্যই ঢু মারুন। দেশের সমস্ত জ্যোতির্লিঙ্গ মন্দিরের মিনিয়েচার তৈরি করে অদ্ভূত সুন্দর মণ্ডপ সজ্জা করেছেন উদ্যোক্তারা। দেখে মন ভরে যাবে। দেখুন ভিডিও।