দেবীদুর্গার বিদায় মানেই বিজয়া দশমীর শুভেচ্ছা জানানো, রইল এমনই বিজয়ার সেরা ১০ শুভেচ্ছা বার্তার হদিশ

দশমী মানেই আবার এক বছরের অপেক্ষা। পুজোর এই দিন মানেই সকলের মন খারাপ। দেবী দুর্গার বিদায় বেলার সময়। তাই এই বিজয়ায় আপনার পরিবারে ও বন্ধু-বান্ধব সকলকে জানান শুভেচ্ছা। রইল বিজয়া দশমীর এমনই কিছু শুভেচ্ছা বার্তার হদিশ।

deblina dey | Published : Oct 23, 2023 6:19 PM IST
110

আবার এসো মা। সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা।

210

এবার উমা বিদায় তবে, আসছে বছর আবার হবে, সবাইকে মা রেখো সুখে, বিজয়া আজ মিষ্টি মুখে। সকলকে জানাই শুভ বিজয়া দশমী-

310

দশমী মানেই সিঁদুর খেলা, উমার ঘরে ফেরার পালা, চোখের জলে বিদায় যাবে, আসছে বছর আবার হবে। শুভ বিজয়া দশমী।

410

শুভ বিজয়ার শুভ দিনে আপনি আপনার জীবনে সাফল্য, সমৃদ্ধি এবং সুখ ফিরে আসুক।

আসছে বছর আবার হবে-

510

শুভ বিজয়ার শুভ দিনে আপনি আপনার জীবনে সাফল্য, সমৃদ্ধি এবং সুখ পেতে পারেন।

610

এই উত্সব ঋতুতে আপনাকে বিজয়ার শুভেচ্ছা, আপনার জীবনে সমৃদ্ধি আসুক এবং আপনার পরিবারে আনন্দ ও সুখ বিকশিত হোক। শুভ বিজয়া।

710

আপনাকে এবং আপনার পরিবারের সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা। আপনার জীবনে সব দিক থেকে আলোকিত হোক এবং সুখ ও শান্তি বজায় থাকুক জীবনে-

810

ঢাকের কাঠির বিদায় সুর, উদাস করে মন, চললেন দেবী মহামায়া, আজকে বিসর্জন। শুভ বিজয়া-

910

মা সকলের মঙ্গল করুন। পৃথিবী জুড়ে আসুক ন্যায়, শান্তি ও ধর্ম। শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

1010

শুভ বিজয়ায় বড়দের জানাই প্রণাম। বন্ধু ও ছোটদের জন্য রইল অফুরন্ত ভালবাসা।

শুভ বিজয়া

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos