মহাসপ্তমীতে সকলকে জানান আন্তরিক শুভেচ্ছা, দেখে নিন কী লিখবেন, রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ

Published : Oct 09, 2024, 05:12 PM IST

মা দুর্গার আগমনে ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক সুখ ও শান্তি। সকলকে জানাই শুভ মহা সপ্তমী। পরিবার ও প্রিয়জনদের সাথে এই দিনটি আনন্দে কাটুক।

PREV
110

দুর্গা রূপে মা এসেছে ঘরে

চারিদিকে সুখে অমৃত ঝরে,

মহা সপ্তমীতে সকলকে জানাই শুভেচ্ছা।

210

আপনার ও আপনার পরিবারের সকলকে জানাই সপ্তমীর শুভেচ্ছা। শুভ মহা সপ্তমী।

310

উচ্ছ্বাস ও আনন্দ থাকুক সকলের ঘরে, পরিবার ও ভালোবাসার মানুষদের নিয়ে সুখী হোক সকলে। শুভ মহা সপ্তমী।

410

সপ্তমী মানে অপেক্ষা শেষ, মন জুড়ে পুজোর আবেশ। শুভ মহা সপ্তমী।

510

মহা সপ্তমীর এই আনন্দের মুহূর্তে রইল আমার আন্তরিক ও উষ্ণ শুভেচ্ছা। শুভ মহা সপ্তমী।

610

সপ্তমীতে বলবো মাকে মনের সব দুঃখ লাজ, অষ্টমীতে অঞ্জলী আর দেখবো মায়ের সাজ। শুভ মহাসপ্তমী।

710

মহা সপ্তমীর এই শুভক্ষণে জানাই মা-কে প্রণাম। সারা বছর কাটুক আনন্দে। শুভ মহাসপ্তমী।

810

মা গো তুমি জগৎ জননী,

করো সবার ভালো…

সকলের মনের কষ্ট নিয়ে,

দিও খুশির আলো।

শুভ মহা সপ্তমী।

910

সপ্তমীর এই পবিত্র দিনে

সুখে থাকুক সবাই,

এসো সবাই মনের দরজা খুলে, আনন্দে, ভালোবাসায় আজকের দিনটি কাটাই। শুভ সপ্তমী।

1010

মহাসপ্তমীর শুভক্ষণে মাকে জানাই প্রণাম, সারা বছর কাটুক আনন্দে ও খুশিতে। শুভ মহা সপ্তমী।

click me!

Recommended Stories