কুমারীপুজো কেন হয়? কত বছরের কিশোরী পুজো করলে কী ফল পাওয়া যায় - দেখুন ছবিতে

দুর্গাপুজোর অন্যতম রীতি হল কুমারী পুজো। নবমীতে এই পুজো হয়। এক কুমারীকে দেবী রূপে পুজো করা হয়। জানুন বয়স অনুযায়ী কুমারী পুজোর ফলাফল কী হয়।

 

Saborni Mitra | Published : Oct 7, 2024 9:48 AM IST / Updated: Oct 10 2024, 09:29 PM IST
110
কুমারী পুজো

দুর্গাপুজোর অন্যতম রীতি হল কুমারী পুজো। কুমারীরূপে দেবীকে পুজো করা হয়।

210
৯ কুমারীর পুজো

কোথায় কুমারী পুজোর দিন এক নাবালিকাকে কুমারী রূপে পুজো করা হয়। কোথাও আবার একসঙ্গে ৯ কুমারীর পুজো হয়।

310
বেলুড় মঠের কুমারী পুজো

এই রাজ্যের প্রায় প্রতিটি বাড়ি ও বারোয়ারি পুজোতেই কুমারী পুজোর রীতি রয়েছে। কিন্তু সবথেকে আকর্ষণীয় বেলুড় মঠের কুমারী পুজো।

410
কুমারী পুজোর গুরুত্ব

বিশ্বাস করা হয় যে এই দিনে মেয়েদের খাওয়ালে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। কন্যা পুজোর মেয়েদের বয়স যদি ১০ বছরের কম হয়, তাহলে সেই ব্যক্তির কখনও অর্থের অভাব হয় না এবং তার জীবন প্রগতিশীল থাকে।

510
কুমারী পুজোর সময়

নবমীর দিন, বৃহস্পতিবীর , ১০ অক্টোবর দুপুর ১২টা ৩০ মিনিট থেকে কুমারী পুজোর সময় শুরু হবে। শেষ হবে ১১ অক্টোবর রাত ১২টা ৬ মিনিটে।

610
কুমারী পুজোর ফল

জ্যোতিষ বা পুরাণ অনুযায়ী কুমারী পুজো গুরুত্বপূর্ণ। দেবীর আশীর্বাদ পাওয়া যায়। কুমারী কন্যাকে দেবী দুর্গা রূপে পুজো করা হয়। এই পুজো অনেকটা দুর্গা পুজো বা শক্তির আরাধনার মতই।

710
কুমারী পুজোর ফল

২ বছরের মেয়েকে কুমারী বলা হয়। তার পূজা করলে দুঃখ ও দারিদ্র্য দূর হয়। তিন বছরের মেয়েকে ত্রিমূর্তি হলা হয়। পুজো করলে পরিবারের সম্পদ আর সমৃদ্ধি আসে।

810
কুমারী পুজোর ফল

চার বছরের মেয়েকে কল্যাণী বলে। পুজো করলেব সুখ আর সমৃদ্ধি আসে। পাঁচ বছরের মেয়েকে রোহিনী বলে। পুজো করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

910
কুমারী পুজোর ফল

৬ বছরের মেয়েকে কালিকা বলা হয়। পুজো করলে জ্ঞান আর রাজযোগ আছে। সাত বছরের মেয়েকে চণ্ডিকা বলে। পুজো করলে সমৃদ্ধি আসে।

1010
কুমারী পুজোর ফল

৮ বছরের মেয়েকে শাম্ভাবী বলে। পুজো করলে জনপ্রিয়তা বৃদ্ধি পায়। ৯ বছরের মেয়েকে দুর্গা বা উমা বলে। উপাসনা করলে শত্রুদের পরাজিত করা যায়। ১০ বছরের মেয়েকে সুভদ্রা বলে। পুজো করলে মনের ইচ্ছে পুরাণ হয়।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos