Durga Puja 2024: দেবী দুর্গার এই ৩টি মন্ত্র পাঠ করুন, কেটে যাবে আর্থিক সমস্যা- সৌভাগ্যার মুখ দেখবেন

দেবী দুর্গার তিনটি মন্ত্র রয়েছে। যেগুলি নিয়মিত উচ্চারণ করলে বাধা দূর হয়। সৌভাগ্য আসে পরিবারের সকল সদস্যদের জন্য। একই সঙ্গে হাতে আসে প্রচুর অর্থও।

 

দেবী দুর্গার বোধন হয়েছে। দেবী দুর্গা পুজো মানেই শক্তির আরাধনা। দেবী দুর্গার পুজো করলে সৌভাগ্য আর সমৃদ্ধি আসে- তেমনই মনে করা হয়। দেবী দুর্গার প্রচুর মন্ত্র রয়েছে। কিন্তু তিনটি মন্ত্র রয়েছে। যেগুলি নিয়মিত উচ্চারণ করলে বাধা দূর হয়। সৌভাগ্য আসে পরিবারের সকল সদস্যদের জন্য। একই সঙ্গে হাতে আসে প্রচুর অর্থও।

প্রথম মন্ত্র-

Latest Videos

ওঁ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে ||

পুরাণ অনুযায়ী বিশ্বাস করা হয়, যদি কারও জীবনে সমস্যা থাকে তাহলে দুর্গাপুজোর এই কটাদিন এই মন্ত্র তিনবার পাঠ করুন। তাতে জীবনে আসা বাধা কেটে যাবে। বছরের অন্য সময় প্রতিদিন সন্ধ্যার সময় দেবীর সামনে একটি প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্র পাঠ করুন। তাহলেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন।

দ্বিতীয় মন্ত্র-

দেহি সৌভাগ্যম আরোগ্যম দেহি মে পরমং সুখমরূপম দেহি, জয়ং দেহি, যশো দেবি দ্বিষো জহি।।

পুরাণ অনুযায়ী বিশ্বাস করা হয় এই মন্ত্রেই আসে আর্থিক সুখ। লবঙ্গ ও কর্পূর দিয়ে আরতি করে ১০৮ বার এই মন্ত্র পাঠ করতে হবে। এতে দুর্ভাগ্য কেটে সৌভাগ্য আসে। আর্থিক সমস্যা কেটে যায়।

তৃতীয় মন্ত্র

সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে । শরণ্যে ত্রম্ব্যকে গৌরি নারায়নী নমস্তুতেঃ।। সৃষ্টি-স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনি। গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণি নমোহস্তুতে॥ শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে। সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে ।।

এই মন্ত্র পাঠ করলে পাপ মুক্তি হয় বলে বিশ্বাস করেন অনেকে। কঠিন কাজে যাওয়ার আগে এই মন্ত্র পাঠ করা জরুরি। নিয়মিত পাঠ করলে বিপদ কেটে যায়। দেবীর আশীর্বাদ পাওয়া যায়।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
রাফাল যুদ্ধবিমান বনাম লুঙ্গি! হাস্যকর আস্ফালন বাংলাদেশের BNP নেতার | Bangladesh News | Rafale
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today