মা দুর্গার সবথেকে প্রিয় রাশিগুলির নাম জানেন? এই পুজোতেই হবে তাদের সঙ্কটমুক্তি, রইল বিস্তারিত

Published : Oct 01, 2024, 06:19 PM ISTUpdated : Oct 03, 2024, 01:04 AM IST

আর মাত্র বাকি কয়েকদিন। তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2024)।

PREV
110
দুর্গাপুজো (Durga Puja) মানেই বাঙালির মেতে ওঠা

আড্ডা, খাওয়াদাওয়া, প্রেম এবং হইহই করে বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে কয়েকটা দিন কাটানো।

210
কিন্তু মা দুর্গার সবথেকে প্রিয় রাশি কোনগুলি বলুন তো?

কোন তিন রাশিকে মা দুর্গা সবথেকে বেশি পছন্দ করেন, তা আজ জানব।

310
জ্যোতিষশাস্ত্রে মা দুর্গার প্রিয় রাশি বলে কয়েকটি রাশির উল্লেখ রয়েছে

বলা হয়, মা দুর্গা সেই সমস্ত রাশির মানুষদের প্রতি বিশেষ সদয়।

410
কয়েকটি রাশি রয়েছে, যেগুলি মা দুর্গার মনে সবথেকে কাছের

আর সেই রাশির মানুষরাও কিন্তু ভীষণ প্রিয় দেবী দুর্গার কাছে।

510
মা দুর্গার অন্যতম পছন্দের রাশি হল মেষ

এই মেষ রাশির জাতক-জাতিকারা খুব ভাগ্যবান হয়ে থাকেন। মা দুর্গা তাদের সঙ্গে সবসময় থাকেন। নবরাত্রির সময়, মেষ রাশির জাতকদের সব কাজে সাফল্য আসতে থাকে। এমনকি, ভাগ্য সবসময় মেষ রাশির পক্ষে থাকে।

610
আরও কয়েকটি উল্লেখযোগ্য দিক

মা দুর্গার কৃপায় মেষ রাশির জাতক-জাতিকারা তাদের সন্তানদের কাছ থেকে একাধিক সুখবর শুনতে পেতে পারেন আসন্ন নবরাত্রির সময়। তাছাড়া বিদ্যালাভে সিদ্ধি হয় এবং সঞ্চয়ও বৃদ্ধি পেতে পারে।

710
এবার আসা যাক সিংহ রাশির কথায়

এই রাশিটিকেও মা দুর্গা খুব পছন্দ করেন বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মা দুর্গা সবসময় সিংহ রাশির জাতকদের প্রতি একটু বেশিই দয়ালু হন। সেইসঙ্গে, মা দুর্গার প্রাণভরা আশীর্বাদ বর্ষিত হয় এই রাশির উপর। এমনকি, মা দুর্গার কৃপায় ভাগ্য সবসময় সিংহ রাশির জাতকদের পক্ষেই থাকে।

810
অন্যদিকে, ব্যবসাতেও অগ্রগতি হতে পারে

আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে পারেন এই সময়। পারিবারিক জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। এমনকি, সব পরিস্থিতিতে জীবনসঙ্গীর সমর্থনও পাবেন এই রাশির মানুষরা।

910
মা দুর্গার আরেকটি প্রিয় রাশি হল তুলা

এই রাশির জাতক-জাতিকাদের প্রতি মা দুর্গা সর্বদা সদয় হন। জ্যোতিষীদের মতে, মা দুর্গার কৃপায় জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন এই রাশির জাতকরা।

1010
এছাড়াও পৈতৃক সম্পত্তি থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে

যারা বিবাহিত, তাদের জীবনে সুখ আসতে বাধ্য। তাছাড়া যারা ব্যবসা করছেন, তারা ব্যবসার প্রসারও ঘটাতে পারবেন।

Read more Photos on
click me!

Recommended Stories