110
দুর্গাপুজোর অঞ্জলি
দুর্গাপুজো উপলক্ষ্যে ষষ্ঠী থেকে দশমী নিত্যদিনই অঞ্জলি দেওয়া যায়। কিন্তু অষ্টমীর অঞ্জলির ধর্মীয় গুরুত্ব অনেক বেশি।
Subscribe to get breaking news alertsSubscribe 210
অষ্টমীর অঞ্জলির গুরুত্ব
প্রাচীন কাল থেকেই বি্শ্বাস করা হয়, দুর্গা পুজোর মানেই অষ্টমীর অঞ্জলি। এই দিন দেবীকে ফুল অর্পণ করলে আর ভক্তিভরে ডাকলে আশীর্বাদ পাওয়া যায়।
310
সন্ধীপুজোর গুরুত্ব
প্রাচীন কাল থেকেই বিশ্বাস করা হয়, অষ্টমী আর নবমী তিথির সন্ধীক্ষণেই দেবী দুর্গা চরম শক্তিশালী হয়ে বধ করেছিলেন অসুরকে।
410
অকালবোধে সন্ধীপুজো
অকালবোধনেও সন্ধীপুজোর গুরুত্ব রয়েছে। এই সময়ই শ্রীরাম দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে রাবণের বধ করেছিলেন।
510
সন্ধীপুজোর মাহাত্ম্য
মনে করা হয় সন্ধীপুজোর সময়ই দুষ্টের বিনাশ হয়। সেই সময় সৃষ্ট চরম শক্তিশালী হয়ে যায়।
610
অষ্টমীর অঞ্জলির সময়
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী ১০ অক্টোবর বৃহস্পতিবার অষ্টমী তিথি শুরু। শেষ হবে শুক্রবার বেলা ১২টা ৭ মিনিটে।
710
গুপ্তপ্রেসের পঞ্জিকা অনুযয়ী
বৃহস্পতিবার সকাল ৭টা ২৩ মিনিটে শুরু হবে অষ্টমী তিথি। শেষ হবে পরের দিন সকাল ৬টা ৪৬ মিনিটে।
810
অঞ্জলি দেওয়ার সময়
অষ্টমী তিথি যতক্ষণ থাকবে ততক্ষণই অষ্টমীর অঞ্জলি দেওয়া যায়। কোনও বাধা নেই।
910
সন্ধীপুজোর সময়
সন্ধিপুজো , সকাল ৬টা ২২ মিনিট ৫৮ সেকেন্ডের মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ মহাষ্টমী বিহিত পুজো শেষ হবে।
1010
বেলায় অঞ্জলি
সন্ধীপুজো ভোরবেলা করতে হবে। সেই কারণে সন্ধীপুজোর পরেই অনেক জায়গায় অষ্টমীর অঞ্জলি হবে।