Durga Puja 2024: ঠিক কখন হবে অষ্টমীর অঞ্জলি আর সন্ধীপুজো, রইল গুরুত্বপূর্ণ পুজোর নির্ঘণ্ট
দুর্গা পুজো মানেই বাঙালির কাছে সবথেকে বড় উৎসব। দুর্গাপুজো মানেই অষ্টমী আর সন্ধীপুজো। কিন্তু এবার পঞ্জিকা বড়ই সমস্যা তৈরি করেছে। পুজোর সময়সীমা নিয়ে রয়েছে জটিলতা। তাই রইল অষ্টমীর অঞ্জলি আর সন্ধীপুজোর সময়।