মা লক্ষ্মীর আশীর্বাদে পৃথিবী থেকে দূরীভূত হোক সকল দুঃখ-কষ্ট, ব্যথা-বেদনা, পাপ-অন্যায়, লক্ষ্মী পুজোর পূণ্য-পাবনে সকলকে জানাই শুভেচ্ছা।
স্বপ্নগুলো সত্যি হোক, সকল আসা পূরণ হোক,
দুঃখগুলো দূরে যাক, সুখে জীবন ভরে যাক।
শুভ লক্ষ্মী পুজো।
লক্ষ্মী পুজোর মতোই আনন্দময় হোক প্রতিটি দিন।
সুন্দর হোক তোমার জীবন।
পূরণ হোক সকল মনের চাওয়া-পাওয়া।
বছর বছর মা আসেন সকল ঘরে ঘরে
প্রদীপ জ্বালিয়ে আর শঙ্খ বাজিয়ে করো মা-কে বরণ
মায়ের আশীর্বাদ থাকুক সকলের ওপর। সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য আসুক সবার ঘরে। শুভ লক্ষ্মী পুজো।
মা লক্ষ্মীর আশীর্বাদে তোমার মনের সকল আশা পূর্ণ হোক,
তুমি সুখে শান্তিতে থাকো।
এই কামনা করে জানাই লক্ষ্মী পুজোর শুভেচ্ছা।
লক্ষ্মী পুজোর এই আনন্দের মুহূর্তে আমার আন্তরিক শুভেচ্ছা রইল আপনার ও আপনার পরিবারের জন্য। শুভ লক্ষ্মী পুজো।
সকল দুঃখ ভুলে লক্ষ্মী পুজোর আনন্দে মেতে উঠুন। সকলকে জানাই পুজোর শুভেচ্ছা।
লক্ষ্মী পুজোর এই শুভ মুহূর্তে
জানাই মা-কে প্রমাণ,
সারা বছর তোমার আশীর্বাদ
রেখো মোদের ওপর...
কোজাগরী লক্ষ্মী পুজো উপলক্ষ্যে সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ লক্ষ্মী পুজো।
Sayanita Chakraborty