Good Friday 2024: রাত পোহালেই গুড ফ্রাইডে, এই দিনের তাৎপর্য ও গুরুত্ব কী?
সারা বিশ্বের খ্রিস্টানদের কাছে বড়দিনের পাশাপাশি গুড ফ্রাইডে ও ইস্টার সানডে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এবারের গুড ফ্রাইডে পড়েছে ২৯ মার্চ এবং ইস্টার সানডে ৩১ মার্চ। এই দুই দিন অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করেন খ্রিস্টানরা।
Soumya Gangully | Published : Mar 28, 2024 5:55 AM IST / Updated: Mar 28 2024, 02:36 PM IST
যিশু খ্রিস্টকে যেদিন ক্রুশে বিদ্ধ করা হয়, সেদিন ছিল শুক্রবার, সেই থেকে প্রতি বছর গুড ফ্রাইডে পালন করেন খ্রিস্টানরা
সারা বিশ্বের খ্রিস্টানদের কাছে বছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হল গুড ফ্রাইডে। এই দিনটি হোলি ফ্রাউডে, গ্রেট ফ্রাইডে, ব্ল্যাক ফ্রাইডে হিসেবেও পরিচিত।
গুড ফ্রাইডে কোনও উৎসবের দিন নয়, শোক পালন করেন সারা বিশ্বের খ্রিস্টানরা
যিশু খ্রিস্টকে ক্রুশে বিদ্ধ করার ঘটনা আজও সারা বিশ্বের খ্রিস্টানদের কাছে শোকের দিন। এই দিনে খ্রিস্টানরা উপবাস করে থাকেন। তাঁরা যিশুর উপর অত্যাচারের কথা স্মরণ করে শোকপ্রকাশ করেন।
গুড ফ্রাইডের আগের রাত থেকেই খ্রিস্টানদের গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার পালন শুরু হয়
ক্রুশে বিদ্ধ হওয়ার আগের রাতে যিশু খ্রিস্ট তাঁর অনুগামীদের সঙ্গে শেষবার যে খাবার খেয়েছিলেন, তা লাস্ট সাপার হিসেবে পরিচিত। এই সময় থেকেই খ্রিস্টানদের ধর্মীয় আচার পালন শুরু হয়। এই আচার চলে ইস্টার সানডে পর্যন্ত।
ক্যাথলিক, ইস্টার্ন অর্থোডক্স-সহ খ্রিস্টানদের অনেক গোষ্ঠীর মানুষই গুড ফ্রাইডে পালন করেন
খ্রিস্টানদের সব গোষ্ঠীর মানুষ গুড ফ্রাইডে পালন না করলেও, ক্যাথলিক, ইস্টার্ন অর্থোডক্সের মতো গোষ্ঠীর সদস্যরা এই দিনটি ভক্তিভরে পালন করেন।
গুড ফ্রাইডের দুপুরে ৩ ঘণ্টা ধরে শোক পালন করেন সারা বিশ্বের খ্রিস্টানরা
বাইবেল অনুসারে, গুড ফ্রাইডের দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত শোকের সময়। এই সময়ের মধ্যেই যিশু খ্রিস্টের উপর অত্যাচার করে তাঁকে ক্রুশে বিদ্ধ করা হয়।
প্রতি বছর মার্চ-এপ্রিলের মধ্যে গুড ফ্রাইডে ও ইস্টার সানডে পালন করা হয়
প্রাচীনকাল থেকে এখনও পর্যন্ত ২০ মার্চ থেকে ২৩ এপ্রিলের মধ্যে গুড ফ্রাইডে ও ইস্টার সানডে পালন করা হয়। এবারের গুড ফ্রাইডে পালন করা হবে ২৯ মার্চ।
ধর্মনিন্দার অভিযোগে যিশু খ্রিস্টর উপর অত্যাচার করে তাঁকে ক্রুশে বিদ্ধ করেন রোমান সৈন্যরা
প্রাচীন রোমান সাম্রাজ্যে খ্রিস্টধর্ম প্রচার শুরু করেন যিশু খ্রিস্ট। এই ঘটনা ভালোভাবে নেননি রোমান সম্রাট। রোমান সৈন্যরা যিশুকে ক্রুশে বিদ্ধ করেন।
বাইবেল অনুসারে ক্রুশে বিদ্ধ হওয়ার পর তাঁর পিতা ঈশ্বরের সঙ্গে মিলিত হন যিশু খ্রিস্ট
খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থ ও বিশ্বাস অনুযায়ী, মানবতার সব পাপ নিজের উপর নেন যিশু খ্রিস্ট। তাঁর ক্রুশে বিদ্ধ হওয়া সবার পাপ বহন করার প্রতীক। তিনি ঈশ্বরের সন্তান। ক্রুশে বিদ্ধ হওয়ার পর পিতার সঙ্গে মিলিত হন যিশু।
গুড ফ্রাইডে শোকের দিন হওয়ায় খ্রিস্টানরা এই বিশেষ দিনে কালো পোশাক পরে থাকেন
গুড ফ্রাইডের দিন খ্রিস্টানরা গির্জায় গিয়ে বিশেষ প্রার্থনায় যোগ দেন। বাড়িতেও তাঁরা শোক পালন করেন। ধর্মীয় রীতি মেনেই দিনটি পালন করা হয়।
গুড ফ্রাইডের দুপুরে চরম শোকের ৩ ঘণ্টা নীরবতা পালন করার চেষ্টা করেন খ্রিস্টানরা
গুড ফ্রাইডের দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত খ্রিস্টানরা বাড়িতে বা গির্জায় নীরবতা পালন করেন। এই সময় তাঁরা যিশু খ্রিস্টের উপর অত্যাচারের কথা স্মরণ করেন।