Weather News: দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে অবশ্যই ছাতা সঙ্গে রাখুন, প্রচণ্ড বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস

আশঙ্কার কালো মেঘ ঘনাচ্ছে বঙ্গোপসাগরের ওপরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে সেইরকমই।

দুর্গাপুজোর জন্য নতুন জামাকাপড় প্রস্তুত? নাকি এখনও বাকি রয়েছে জমিয়ে শপিং? জমিয়ে শপিং হোক, অথবা, প্যান্ডেল হপিং, বাড়ি থেকে বেরোলে কিন্তু ছাতা নিতে একেবারেই ভুলবেন না। আশঙ্কার কালো মেঘ ঘনাচ্ছে বঙ্গোপসাগরের ওপরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে সেইরকমই। 

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৯ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আন্দামান উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে শক্তি বাড়িয়ে প্রবল আকার ধারণ করতে পারে অক্টোবরের শুরু থেকেই। নিম্নচাপে পরিণত হলে তা ব্যাপক বৃষ্টিপাত ঘটাবে বাংলা, ওড়িশা এবং অন্ধ্র উপকূলে। ভারতের তরফ থেকে আসন্ন ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘তেজ’ (Cyclone Tej)। যার জেরে শরতের উৎসবের মরশুম ভারী দুর্যোগে হতে পারে টালমাটাল।

আবহাওয়াবিদরা মনে করছেন যে, ৫ অক্টোবরের মধ্যে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত প্রভাব ফেলতে পারে গোটা পূর্ব ভারত জুড়ে। সাইক্লোনের তাণ্ডবে দুর্গাপুজো বা দশহরা-র পরিস্থিতি তাহলে কী হবে, তা নিয়েই আশঙ্কায় পড়েছে বহু রাজ্য। তবে, নিম্নচাপ তৈরি হলে তা কোন দিকে অভিমুখ করে এগোবে, বা বিরাট আকারের ঘূর্ণিঝড় বাংলার ওপর আছড়ে পড়বে কিনা, তা নিয়ে এখনও পর্যন্ত মৌসম ভবনের তরফ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। একাধিক আবহাওয়া সংক্রান্ত গবেষণায় এই ঘূর্ণিঝড়ের আগমনী বার্তা ধরা পড়েছে। উত্তর অন্ধ্র প্রদেশ এবং ওড়িশার দক্ষিণ উপকূলে সাইক্লোন ‘তেজ’ সবথেকে বেশি তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari