লক্ষ্মীপুজোয় এই ৫টি কাজ করলেই উথলে উঠবে ধনসম্পত্তি! কোনও দিনও ছুঁতে পারবে না দুঃখ, অশান্তি

লক্ষ্মীপুজোয় ৫টি কাজ করলেই উথলে উঠবে ধনসম্পত্তি! কোনও দিনও ছুঁতে পারবে না দুঃখ, অশান্তি

Anulekha Kar | Published : Oct 16, 2024 6:28 AM IST / Updated: Oct 16 2024, 12:10 PM IST
18

লক্ষ্মীপুজোয় এই কয়েকটা কাজ করলেই নাকি উথলে উঠবে ধন-সম্পত্তি। দুঃখ, অশান্তি ছুঁতে পারবে না কোনওদিন। আসুন জেনে নেওয়া যাক কোন ৫ জিনিসের কথা বলেছেন বিশিষ্ট পুরোহিত ধীমান বন্দ্যোপাধ্যায়।

28

দেবী লক্ষ্মীর আরাধনায় ধন সম্পত্তি ভীষণ বাড়ে। আয়-বৃদ্ধি হয়। তবে কিছু নিয়ম মেনে রাখলে আরও ধন-সম্পত্তির বৃদ্ধি হয় বলে জানিয়েছেন এই পুরোহিত।

38

শাস্ত্র অনুযায়ী, এ দিন দেবী লক্ষ্মী পৃথিবীতে- নেমে আসেন। রাতে যে গৃহের দরজা খোলা থাকেন সেই গৃহের সামনে আশ্রয় নেন মা লক্ষ্মী।

48

যেদিন লক্ষ্মী পুজো সেই দিন নারায়ণের পুজো করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন। তাই অদিন ভক্তি ভরে নারায়ণেরও পুজো করতে হবে।

58

লক্ষ্মীপুজোর দিন ৫ কুমারী মেয়েকে তাদের পছন্দ মতো উপহার দিলেন সংসারে সুখ সমৃদ্ধি নেমে আসে। 

68

এদিন কোনও মহিলার সঙ্গে দুর্ব্যবহার করবেন না বা কটূ কথা বলবেন না। এতে মা ভীষণ রুষ্ট হন।

78

এদিন লক্ষ্মীর পাঁচালির সঙ্গে ১০৮বার গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। তাহলে সন্তুষ্ট হবেন মা লক্ষ্মী।

88

দেবী লক্ষ্মীর পুজোয় তুলসী পাতা না দিলেও এদিন তুলসী গাছের পুজো অর্চনা করতে হয়, তুলসী তলায় ধূপ, দ্বীপ জেলে দিতে হয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos