সাপকে দেবতা হিসেবে পূজা করার একটি বৃহৎ সম্প্রদায় রয়েছে। জেনে বা না জেনে সাপ হত্যা করলে তা অভিশাপে পরিণত হয় বলে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বলা হয়ে আসছে। আর্থিক সমস্যা, পারিবারিক কলহ, বিয়ের বাতিল, বিয়ে না হওয়া, চাকরিতে ব্যর্থতা, সর্বত্র হতাশা, আত্মীয়-স্বজনের বিশ্বাসঘাতকতা, সন্তানহীনতা, সন্তানের জন্ম হলেও তাদের সমস্যা... এই ধরনের অনেক সমস্যা সর্প দোষের কারণে হয় বলে জ্যোতিষশাস্ত্র বলে।