৭০ তম বর্ষে ফের একবার চমক দিল নিউ টালিগঞ্জ কল্যাণ সমিতি। এবছর তাদের থিম 'কবরে কে'। আলো-আঁধারি মণ্ডপে গা ছমছমে পরিবেশ শিশুদের মনে অবশ্যই খানিকটা ভয়ের সৃষ্টি করবে।
৭০ তম বর্ষে ফের একবার চমক দিল নিউ টালিগঞ্জ কল্যাণ সমিতি। এবছর তাদের থিম 'কবরে কে'। আলো-আঁধারি মণ্ডপে গা ছমছমে পরিবেশ শিশুদের মনে অবশ্যই খানিকটা ভয়ের সৃষ্টি করবে। ভালো লাগবে বড়দেরও। কুদঘাট মেট্রো স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই মণ্ডপ আপনিও দেখে আসতে পারেন।