Published : Oct 27, 2023, 04:10 PM ISTUpdated : Oct 27, 2023, 11:37 PM IST
দুর্গা পুজা শেষ মানেই লক্ষ্মী পূজার কেনাকাটা শুরু। পুজোর এই দিন মানেই বাংলার ঘরে ঘরে দেবী লক্ষ্মীর আরাধণা। তাই কোজাগরীর এই বিশেষ দিনে আপনার পরিবারে ও বন্ধু-বান্ধব সকলকে জানান শুভেচ্ছা। রইল কোজাগরী লক্ষ্মী পূজার সেরা ১০ শুভেচ্ছা বার্তার হদিশ।