Lakshmi Puja 2023: 'এসো মা লক্ষ্মী বসো ঘরে', রইল কোজাগরী লক্ষ্মী পূজার সেরা ১০ শুভেচ্ছা বার্তার হদিশ

দুর্গা পুজা শেষ মানেই লক্ষ্মী পূজার কেনাকাটা শুরু। পুজোর এই দিন মানেই বাংলার ঘরে ঘরে দেবী লক্ষ্মীর আরাধণা। তাই কোজাগরীর এই বিশেষ দিনে আপনার পরিবারে ও বন্ধু-বান্ধব সকলকে জানান শুভেচ্ছা। রইল কোজাগরী লক্ষ্মী পূজার সেরা ১০ শুভেচ্ছা বার্তার হদিশ।

Deblina Dey | Published : Oct 27, 2023 5:07 AM / Updated: Oct 27 2023, 11:37 PM IST
19

লক্ষী পূজার এই আনন্দের মুহূর্তে, আমার আন্তরিক ও উষ্ণ অভিনন্দন রইল তোমার জন্য

কামনা করি মা লক্ষী যেন তোমার জীবনে তাঁর আশীর্বাদ সবসময় বজায় রাখেন। শুভ লক্ষী পূজা

29

লক্ষী পূজার এই শুভক্ষণে জানাই মা-কে প্রণাম, সারাবছর তোমার আশীর্বাদ রেখো মোদের ওপর। সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যে ভোরে যাক সকলের জীবন। শুভ লক্ষী পূজা

39

পুজোর এই দিনে আনন্দে থাকুক সকলে, তোমাকে ও তোমার পরিবারের সকলকে সমৃদ্ধি ও সৌভাগ্য দান করুক মা।

শুভ লক্ষী পূজা

49

এই পবিত্র অনুষ্ঠানে তোমার জীবন সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যে ভরে উঠুক.. মা লক্ষী দু-হাত ভরে তোমাকে আশীর্বাদ করুক

59

আপনার ও আপনার পরিবারের সকলের জন্য রইল, লক্ষী পূজার শুভেচ্ছা-সহ অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা। -শুভ লক্ষী পূজা

69

এই লক্ষী পূজা আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসুক, এই আশা নিয়েই আপনাকে জানাই, শুভ লক্ষী পূজার অনেক শুভেচ্ছা-

79

এই লক্ষী পূজাতে, মায়ের কৃপা তোমার ও পরিবারের উপর অটুট থাকুক, তোমার জীবন সুখ-শান্তি এবং সৌভাগ্যে পরিপূর্ণ থাকুক… শুভ লক্ষী পূজা

89

লক্ষ্মী পূজার এই পবিত্র দিনে সুখে থাকুক সবাই, এসো সবাই মনের দরজা খুলে, আনন্দে, ভালোবাসায় আজকের দিনটি কাটাই… শুভ লক্ষী পূজা

99

সমৃদ্ধি আর সৌভাগ্য থাকুক সকলের ঘরে, পরিবার ও ভালোবাসার মানুষদের নিয়ে সুখী থাকুক সকলে .. শুভ লক্ষী পূজা

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos