Mahalaya 2025: মহালয়ার শুভক্ষণে প্রিয়জনকে জানান শুভেচ্ছা, রইল সেরা শুভেচ্ছা বার্তার হদিশ

Published : Sep 20, 2025, 08:19 PM IST

এক বছরের অবসান। মর্তে আসছে দেবী। ২১ সেপ্টেম্বর পালিত হবে মহালয়া। এই মহালয়ার শুভক্ষণে সকলকে জানান শুভেচ্ছা। আজ রইল সেরা ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ। দেখে নিন কী লিখবেন।

PREV
15

ঢাকের তালে কাশের খেলা,

আনন্দে কাটুক শারদবেলা,

শুভ মহালয়া।

এই উৎসহ মরশুম আপনার দিন এবং রাত উজ্জ্বল করুক। শুভ মহালয়া।

25

দেবী দুর্গা আপনার জীবনকে আনন্দে ভরিয়ে তুলুক ও আপনাকে সুখ দান করুক।

দেবী দুর্গার আগমন আপনার জন্য আনন্দ ও অপার খুশি নিয়ে আসুক। শুভ মহালয়া।

35

মহালয়ার ভোর হোক অশুভের অবসান। বাজুক শুভর আগমনের সংকেত। শুভ মহালয়া।

মহালয়ার ঘন্টাধ্বনি যেন মুছে দেয় সব দুঃখের ছায়া। আনুক আলো, শান্তি ও আশা। শুভ মহালয়া।

45

পিতৃপক্ষের অবসান হোক জীবনের সমস্ত ভারমুক্তির প্রতীক। শুভ মহালয়া।

মা দুর্গার আগমনে আপনার জীবন হোক সুখ, শান্তি আর সমৃদ্ধিতে ভরপুর।

55

শুভ মহালয়া। মা আসছেন মুছে যাবে সব দুঃখ, ছেয়ে যাবে আনন্দের আলো।

মহালয়ার প্রভাতে মন ভরে উঠুক দেবী বন্দনায়, আর জীবন হোক আনন্দময়।

Read more Photos on
click me!

Recommended Stories