Durga Puja 2025: পুজোর ঢাকে পড়ল কাঠি। হাতে আর একমাসও সময় নেই। চলতি মাসেই শুরু হচ্ছে এবছরের দুর্গাপুজো। ২০২৫ সালে পুজো এত তাড়াতাড়ি পড়লেও, আপনি জানেন কী আগামী দু-বছরে দুর্গাপুজো কবে পড়েছে? ২০২৬-২০২৭ সালের পুজোর তারিখ ও সময় জানুন বিশদে…
খাতায় কলমে এখন ভাদ্রমাস। বর্ষাকালও এখনও ঠিক করে বিদায় নেইনি। মাঝেমাঝে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা গেলেও শরৎের এখনও ঢের দেরি। তবে এবছরের ক্যালেন্ডার বলছে দুর্গাপুজোর কিন্তু আর বেশি দেরি নেই। চলতি সেপ্টেম্বর মাসের শেষেই উমা আরাধনায় মাতবে আমবাঙালি। আসন্ন দুর্গা উৎসব উপলক্ষে শুরু হয়ে গিয়েছে তার জোরকদম প্রস্তুতি।
25
কবে থেকে শুরু হচ্ছে দুর্গা পুজো?
ক্যালেন্ডারের হিসেব বলছে ২০২৫ সালের দুর্গাপুজো শুরু হচ্ছে ২৬ সেপ্টেম্বর শুক্রবার থেকে। ২১ সেপ্টেম্বর রবিবার মহালয়া। ২৭ সেপ্টেম্বর শনিবার পঞ্চমীষ। ২৮ সেপ্টেম্বর রবিবার ষষ্ঠী। ২৯ সেপ্টেম্বর সোমবার সপ্তমী। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার অষ্টমী। ১ অক্টোবর বুধবার নবমী। ২ অক্টোবর বৃহস্পতিবার দশমী।
35
আগামী বছর ২০২৬ সালের দুর্গাপুজোর তালিকা
২০২৬ সালে দুর্গাপুজো শুরু হবে অক্টোবর মাসেই। আগামী বছর মহালয়া পড়েছে ১০ অক্টোবর শনিবার। দুর্গা ষষ্ঠী ১৭ অক্টোবর শনিবার। সপ্তমী ১৮ অক্টোবর রবিবার। অষ্টমী ১৯ অক্টোবর সোমবার। নবমী ২০ অক্টোবর মঙ্গলবার। দশমী ২১ অক্টোবর বুধবার। ২০২৬ সালে লক্ষ্মী পুজো পড়েছে ২৫ অক্টোবর বুধবার। কালীপুজো ৮ নভেম্বর রবিবার।
২০২৭ সালে দুর্গাপুজো শুরু হচ্ছে ২৯ সেপ্টেম্বর মহালয়া থেকে। আগামী ২০২৭ সালে মহালয়া পড়েছে ২৯ সেপ্টেম্বর বুধবার। ষষ্ঠী ৫ অক্টোবর মঙ্গলবার। সপ্তমী ৬ অক্টোবর বুধবার। অষ্টমী ৭ অক্টোবর বৃহস্পতিবার। নবমী ৮ অক্টোবর শুক্রবার। দশমী ১০ অক্টোবর শনিবার। এবং লক্ষ্মী পুজো পড়েছে ১৪ অক্টোবর বৃহস্পতিবার।
55
দুর্গা পুজোর আর কতদিন বাকি?
যেহেতু এই বছর সেপ্টেম্বর মাসেই পড়েছে দুর্গাপুজে। তাই ঢাকের পিঠে কাঠি পড়ার আর বেশি দিন দেরি নেই। দুর্গা পুজোর আর মাত্র বাকি ২৬ দিন। শহর থেকে মফস্বল এখন থেকেই শুরু হয়ে গিয়েছে পুজোর কাজ। চলছে মণ্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিমার গায়ে তুলির টান। মৃন্ময়ীকে চিন্ময়ী রূপ দিতে কুমোরটুলিতেও চূড়ান্ত ব্যস্ততা এখন।