দেবী দুর্গার আগমণ ও গমন কিসে? ২০২৫-এর দুর্গাপুজোর আগেই দেখুন ছবিতে

Published : Sep 12, 2025, 12:20 PM IST

Durga Puja 2025: হাতে আর মাত্র কয়েকটি দিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর। ২১ সেপ্টেম্বর মহালয়া। তারপরই শুরু হয়ে যাবে দেবীপক্ষ বা মাতৃপক্ষ। তার আগেই দেখুন দেবী দুর্গার আগমন ও গমন কিসে। 

PREV
15
দুর্গাপুজো ২০২৫

হাতে আর মাত্র কয়েকটি দিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর। ২১ সেপ্টেম্বর মহালয়া। তারপরই শুরু হয়ে যাবে দেবীপক্ষ বা মাতৃপক্ষ। তার আগেই প্রশ্ন এবার কিসে চড়ে মর্তে আগমও আর গমন দেবী দুর্গার। প্রাচীন শাস্ত্র মতে এর ওপরই পুজোর পরিবেশ ও গোটা একটি বছর কেমন করে কাটবে তা নির্ভর করে।

25
চার রকম বাহন

দেবী দুর্গা সাধারণত চার প্রকার বাহনে আগমণ ও গমন করেন। সেগুলি হল গজ, ঘোটক, নৌকা ও দোলা। প্রত্য়েকটিরই নির্দিষ্ট কিছু কার্যকারিতা রয়েছে। বাহনের ওপর প্রকৃতির পরিবর্তন নির্ভর করে।

35
দিনের ওপর নির্ভর

দিনের ওপর নির্ভর দেবী দুর্গার আগমণ ও গমন নির্ভর করে বারের ওপর। সপ্তমী ও দশমী তিথি কোন বার পড়েছে তার ওপর নির্ভর করে বাহন ঠিক করে। রবিবার ও সোমবার হলে আগমণ ও গমন হয় গজে। মঙ্গলবার ও শনিবার সপ্তমী ও দশমী হলে ঘোড়া বা ঘোটকে আগমণ ও গমন হয়। বুধবার হলে নৌকায় আগমণ ও গমন। বৃহস্পতিবার ও শুক্রবার হলে দোলায় আগমণ ও গমন।

45
২০২৫এর দেবী দুর্গার আগমণ

২০২৫সালে দেবী দুর্গার আগমণ গজে। যার কারণে পৃথিবী হবে শস্য শ্যামলা। দেবীর গমন দোলায়। যার ফল মড়কের আশঙ্কা রয়েছে। এবার আগমণ শুভ হলেও গমন শুভ নাও হতে পারে।

55
চার বাহনের কার্যকারিতা
  • দোলা মহামারি বা মড়ক।
  • নৌকা বন্যা ও জলমগ্ন সম্পর্কিত বিষয়।
  • ঘোটক- ধ্বংস বা প্রাকৃতিক দুর্যোগ।
  • গমন-শস্য শ্যামলা পৃথিবী।
Read more Photos on
click me!

Recommended Stories