মকর সংক্রান্তিতে সূর্যের আরাধনা করা হয় প্রাচীন কাল থেকেই। ১৪ ও ১৫ জানুয়ারি, সোমবার পালন করা হবে মরক সংক্রান্তির পবিত্র তিথি।
এগিয়ে আসছে মকর সংক্রান্তি। হিন্দুদের কাছে গুরুত্বপূর্ণ উৎসব। মরক সংক্রান্তির দিনে দক্ষিণয়াণ সমাপ্ত হয়। এই দিন থেকেই সূর্যের উত্তরায়ণ শুরু হয়। মকর সংক্রান্তিতে সূর্যের আরাধনা করা হয় প্রাচীন কাল থেকেই। ১৪ ও ১৫ জানুয়ারি, সোমবার পালন করা হবে মরক সংক্রান্তির পবিত্র তিথি। এই দিন গঙ্গা নদীতে স্নানের বিশেষ রীতি রয়েছে। অনেকেই নদীতে স্নান করেন। বিশেষ পুজোপাঠ করা হয়, দানধ্যানও করা হয় এই দিনে।
মকর সংক্রান্তির দিনে কিছু নিয়ম মেনে চলা উচিৎ। এই নিয়মগুলি মানলে সূর্যের আশীর্বাদ পাওয়া যায়। আর কতগুলি কাজ রয়েছে, যেগুলি করলে সূর্যের অভিশাপও লাগতে পারে।
মকর সংক্রান্তির দিনে গঙ্গা সাগরে বিশেষ স্নানের রীতি রয়েছে। এই দিনে অনেকেই ত্রিবেণীতে কুম্ভতে স্নান করেন। এতে পূণ্যলাভ করা হয় বলেও প্রাচীনকাল থেকে বিশ্বাস করা হয়। এই দিনটি প্রাচীনকাল থেকেই গুরুত্বের সঙ্গে পালন করা হয়েছে এই দেশের বিভিন্ন প্রান্তে।