সরস্বতী পুজোর দিন এই কয়টি জিনিস কিনুন, মিলবে মা সরস্বতীর কৃপা, ঘটবে পড়াশোনায় উন্নতি

ভক্তি ভরে পুজো করলে তবেই মিলবে মায়ের কৃপা। এবছর সরস্বতী পুজোর দিন এই সাতটি জিনিস কিনুন, মিলবে মা সরস্বতীর কৃপা।

সকাল থেকে চারিদিকে শোনা যাচ্ছে শঙ্খ ধ্বনি। আজ সর্বত্র পুজিত হচ্ছেন মা সরস্বতী। স্কুল-কলেজের ছেলে মেয়েরা সকাল থেকে প্রস্তুত। সকাল সকাল অঞ্জলি দিয়ে সকলেই নিজের গন্তব্যস্থলে রওনা হয়েছেন। এই দিন মন প্রাণ দিয়ে সকলেই মা সরস্বতীর পুজো করে থাকেন। ভক্তি ভরে পুজো করলে তবেই মিলবে মায়ের কৃপা। এবছর সরস্বতী পুজোর দিন এই সাতটি জিনিস কিনুন, মিলবে মা সরস্বতীর কৃপা।

আজ মা সরস্বতীর একটি মূর্তি কিনতে পারেন। এটি পড়ার ঘরে স্থাপন করুন। বসন্ত পঞ্চমীর এই দিনে মায়ের মূর্তি কেনা শুভ। এতে পড়াশোনায় উন্নতি হবে।

Latest Videos

আজ হলুদ রঙের ফুল কিনতে পারেন। আজ মা সরস্বতীকে হলুদ রঙের ফুল নিবেদন করুন। এতে মিলবে সরস্বতীর কৃপা।

জাফরান অথবা হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন সরস্বতীকে। এতে মায়ের কৃপা মিলবে।

আজ হলুদ রঙের শাড়ি বা হলুদ রঙের পোশাক পরতে পারেন। বসন্ত পঞ্চমির দিনে মা সরস্বতীর কৃপা পেতে হলুদ রঙরে পোশাক পরতে পারেন। এতে মিলবে উপকার। মায়ের কৃপা পেতে পারেন।

আজ মিউজিকের যন্ত্র কিনতে পারেন। মা সরস্বতীর কৃপা পেতে হলে বীণা, সিতারার মতো বাদ্যযন্ত্র কিনতে পারেন। এতে মিলবে মায়ের কৃপা।

আজ বই কিনতে পারেন। পড়াশোনার কোনও সামগ্রী কিনুন এতে মিলবে মায়ের কৃপা। শিক্ষায় উন্নতি হবে এই সকল দ্রব্য কিনলে। বই, পেন, থেকে শুরু করে যে কোনও পড়াশোনার সামগ্রী কিনতে পারেন। এতে মিলবে উপকার।

আঁকার সামগ্রী কিনতে পারেন। ব্রাশ, ক্যানভাস কিংবা আঁকার কোনও সামগ্রী কিনতে পারেন। মা সরস্বতীর কৃপা মিলবে এই সকল জিনিস কিনলে।

আজ গোটা দিন ধরে পুজিত হবেন মা। গতকাল থেকে পড়েছে পুজোর তিথি। এই দিনে এই সকল কাজ করুন মিলবে উপকার। 

 

আরও পড়ুন

সরস্বতী পুজোর শুভ তিথিতে সকলকে জানান শুভেচ্ছা, রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ

Marriage Rule: পর পর সাতটি পাক, হিন্দু বিয়ের প্রত্যেকটি পাকের রয়েছে আলাদা আলাদা অর্থ, জানেন কি?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury