- Home
- Lifestyle
- Lifestyle Tips
- সরস্বতী পুজোর শুভ তিথিতে সকলকে জানান শুভেচ্ছা, রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ
সরস্বতী পুজোর শুভ তিথিতে সকলকে জানান শুভেচ্ছা, রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ
রাত পোহালেই সরস্বতী পুজো। এই বিশেষ দিনে শুভেচ্ছা জানান সকলকে। রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ।
| Published : Feb 13 2024, 08:57 PM IST
- FB
- TW
- Linkdin
সরস্বতী পুজো এলে মন আলোয় ভরে ওঠে,
খুশিতে নেটে ওঠে। দোলে, মাগো তুমি আমায় পূর্ণ করো বিদ্যা ও বুদ্ধিতে।
সরস্বতী বিদ্যার দেবী, তোমার কলম হাতে, চলি যেন মা সারা জীবন, তোমার বলা পথে। শুভ সরস্বতী পুজো।
সরস্বতী পুজোর শুভ মুহূর্তে সকলকের জানাই অসংখ্যা শুভেচ্ছা। কামনা করি মা সরস্বতী আশীর্বাদে সবার জীবন জ্ঞান ও বিদ্যায় পূর্ণ হোক।
আপনার ও আপনার পরিবারের সকলের জন্য রইল সরস্বতী পুজোর অসংখ্যা শুভেচ্ছা। ভালোবাসা ও শুভ কামনা। শুভ সরস্বতী পুজো।
বসন্তের ডালি নিয়ে হাজির ঋতু,
মা এসেছেন বিদ্যার আলো নিয়ে।
সকলের জীবন ভবে উঠুক বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানে।
সরস্বতী পুজো এলে মন আলোয় ভরে ওঠে, খুশিতে নেচে ওঠে। দোলে, মাগো তুমি আমার পূর্ণ করো বিদ্যা ও বুদ্ধিতে।
মায়ের বীণার সুরে অন্তহীন আনন্দ,
ব্রক্ষ্মাণ্ডের মাঝে বাজুক আনন্দ তান,
বিদ্যাদেবীর আলোয় দূর হোক মনের অন্ধকার। শুভ সরস্বতী পুজো।
সরস্বতী মায়ের আশীর্বাদে তোমার জীবন বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ও যশে ভরে উঠুক। শুভ সরস্বতী পুজো।
বিদ্যা ও জ্ঞানের দেবী সকলের মা সরস্বতী, তোমার মঙ্গল করুক ঘুচুক জীবনের সব অমঙ্গল। শুভ সরস্বতী পুজো।
বাগদেবীর আগমনে জ্ঞানের বিকাশ হোক,
পৃথিবী থেকে কাটুক অজ্ঞানতার তিমির।
ভালো কাটুক সরস্বতী পুজো।