মা লক্ষ্মীর কৃপা পেতে ভূত চতুর্দশী-র দিন পালন করুন এই কয়টি টোটকা, জেনে নিন কী কী

কালীপুজোর দিন রাতে কৃষ্ণপক্ষের ১৪তম দিন অর্থাৎ অমাবস্যার আগের দিন হল ভূত চতুর্দশী। এই দিন প্রদীপ জ্বালানো হয় ঘরে ঘরে। মা লক্ষ্মীর কৃপা পেতে এই তিন করুন বিশেষ টোটকা।

আর কদিনের অপেক্ষা। তারপর ধনতেরাস, দিওয়ালি, কালীপুজো, ভাইফোঁটা রয়েছে পর পর উৎস। এই সময় ছোটি দিওয়ালি ও ভূত চতুর্দশী-ও পালিত হয়ে থাকে। কালী পুজোর আগের দিন পালিত হয় ভূত চতুর্দশী। কালীপুজোর দিন রাতে কৃষ্ণপক্ষের ১৪তম দিন অর্থাৎ অমাবস্যার আগের দিন হল ভূত চতুর্দশী। এই দিন প্রদীপ জ্বালানো হয় ঘরে ঘরে। মা লক্ষ্মীর কৃপা পেতে এই তিন করুন বিশেষ টোটকা।

এবছর ১১ নভেম্বর পড়েছে ভূত চতুর্দশী। এই দিন দুপুর ১টা ৫৭ মিনিট থেকে তিথি শুরু হচ্ছে। তিথি শেষ হবে ১২ নভেম্বর দুপুর ২টো ৪৪ মিনিট পর্যন্ত। উদয়া তিথি অনুসারে, ১২ নভেম্বর পালিত হবে নরক চতুর্দশী। এউ দিনই আবার দীপাবলি। প্রতি বছর নরক চতুর্দশীর দিন যমরাজের পুজে করা হয়। এবছর ১১ নভেম্বর হবে সেই পুজো।

Latest Videos

মা লক্ষ্মীর কৃপা পেতে নরক চতুর্দশীর দিন পালন করতে পারেন বিশেষ টোটকা। নরক চতুর্দশীর দিন সকালে উঠে সারা শরীরে তেল মালিশ করুন। এতে মা লক্ষ্মী খুশি হবেন। তেলের মধ্যে লক্ষ্মী ও জলে গঙ্গার বাস। এই তিথিতে তেল মেখে স্নান করলে মা লক্ষ্মী প্রসন্ন হন।

এই তিন ভোরবেলা উঠে স্নান করে স্বচ্ছ পোশাক পরে নিন। এই বিশেষ তিথিতে যমরাজ, কৃষ্ণ, মা কালী, শিব, বজরংবলী ও বিষ্ণুন বামন অবতারের পুজো করুন। ১১ নভেম্বর দুপুর ১টা ৫৭ মিনিট থেকে তিথি শুরু হচ্ছে। থাকবে দুপুর ২টো ৪৪ মিনিট পর্যন্ত। সেই তিথি অনুসারে পুজো করে নিন।

তেমনই বাড়ির ঈশান কোণে দেবদেবীর প্রতিমা বা ছবি স্থান করুন। দেবতাদের সিঁদুরের তিলক দিন। তারপর ধূপকাঠি, বা প্রদীপ জ্বালিয়ে মন্ত্র জপ করুন। এতে মিলবে দেব দেবীর কৃপা।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 
 

আরও পড়ুন

কালীপুজোর দিন এই ৭টি গুরুত্বপূর্ণ ঐতিহ্য-রীতি মেনে চলুন , তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই পাবেন

Dhanteras 2023: ধনতেরাসে ককেনাকাটা করুন আপনার রাশি অনুসারে, সংসারে আসবে অর্থ ও সম্পদের জোয়ার

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?