মা লক্ষ্মীর কৃপা পেতে ভূত চতুর্দশী-র দিন পালন করুন এই কয়টি টোটকা, জেনে নিন কী কী

কালীপুজোর দিন রাতে কৃষ্ণপক্ষের ১৪তম দিন অর্থাৎ অমাবস্যার আগের দিন হল ভূত চতুর্দশী। এই দিন প্রদীপ জ্বালানো হয় ঘরে ঘরে। মা লক্ষ্মীর কৃপা পেতে এই তিন করুন বিশেষ টোটকা।

Sayanita Chakraborty | Published : Nov 6, 2023 3:39 AM IST

আর কদিনের অপেক্ষা। তারপর ধনতেরাস, দিওয়ালি, কালীপুজো, ভাইফোঁটা রয়েছে পর পর উৎস। এই সময় ছোটি দিওয়ালি ও ভূত চতুর্দশী-ও পালিত হয়ে থাকে। কালী পুজোর আগের দিন পালিত হয় ভূত চতুর্দশী। কালীপুজোর দিন রাতে কৃষ্ণপক্ষের ১৪তম দিন অর্থাৎ অমাবস্যার আগের দিন হল ভূত চতুর্দশী। এই দিন প্রদীপ জ্বালানো হয় ঘরে ঘরে। মা লক্ষ্মীর কৃপা পেতে এই তিন করুন বিশেষ টোটকা।

এবছর ১১ নভেম্বর পড়েছে ভূত চতুর্দশী। এই দিন দুপুর ১টা ৫৭ মিনিট থেকে তিথি শুরু হচ্ছে। তিথি শেষ হবে ১২ নভেম্বর দুপুর ২টো ৪৪ মিনিট পর্যন্ত। উদয়া তিথি অনুসারে, ১২ নভেম্বর পালিত হবে নরক চতুর্দশী। এউ দিনই আবার দীপাবলি। প্রতি বছর নরক চতুর্দশীর দিন যমরাজের পুজে করা হয়। এবছর ১১ নভেম্বর হবে সেই পুজো।

Latest Videos

মা লক্ষ্মীর কৃপা পেতে নরক চতুর্দশীর দিন পালন করতে পারেন বিশেষ টোটকা। নরক চতুর্দশীর দিন সকালে উঠে সারা শরীরে তেল মালিশ করুন। এতে মা লক্ষ্মী খুশি হবেন। তেলের মধ্যে লক্ষ্মী ও জলে গঙ্গার বাস। এই তিথিতে তেল মেখে স্নান করলে মা লক্ষ্মী প্রসন্ন হন।

এই তিন ভোরবেলা উঠে স্নান করে স্বচ্ছ পোশাক পরে নিন। এই বিশেষ তিথিতে যমরাজ, কৃষ্ণ, মা কালী, শিব, বজরংবলী ও বিষ্ণুন বামন অবতারের পুজো করুন। ১১ নভেম্বর দুপুর ১টা ৫৭ মিনিট থেকে তিথি শুরু হচ্ছে। থাকবে দুপুর ২টো ৪৪ মিনিট পর্যন্ত। সেই তিথি অনুসারে পুজো করে নিন।

তেমনই বাড়ির ঈশান কোণে দেবদেবীর প্রতিমা বা ছবি স্থান করুন। দেবতাদের সিঁদুরের তিলক দিন। তারপর ধূপকাঠি, বা প্রদীপ জ্বালিয়ে মন্ত্র জপ করুন। এতে মিলবে দেব দেবীর কৃপা।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 
 

আরও পড়ুন

কালীপুজোর দিন এই ৭টি গুরুত্বপূর্ণ ঐতিহ্য-রীতি মেনে চলুন , তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই পাবেন

Dhanteras 2023: ধনতেরাসে ককেনাকাটা করুন আপনার রাশি অনুসারে, সংসারে আসবে অর্থ ও সম্পদের জোয়ার

Share this article
click me!

Latest Videos

৫০০০ টাকা ধার শোধ করতে না পারায় যা ঘটল! দুপক্ষই থানার দ্বারস্থ | Berhampore News Today | Bangla News
সিঙ্গুরের রাস্তায় জগদ্ধাত্রী শোভাযাত্রায় পা মেলালেন সাংসদ রচনা ব্যানার্জী! | Jagadhatri Puja 2024
তৃণমূল সরকারের সবচেয়ে বড় দুর্নীতি ধরে ফেলল বিজেপি, দেখুন কী বললেন জগন্নাথ চট্টোপাধ্যায়
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today