- Home
- Religion
- Spritiual
- কালীপুজোর দিন এই ৭টি গুরুত্বপূর্ণ ঐতিহ্য-রীতি মেনে চলুন , তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই পাবেন
কালীপুজোর দিন এই ৭টি গুরুত্বপূর্ণ ঐতিহ্য-রীতি মেনে চলুন , তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই পাবেন
- FB
- TW
- Linkdin
কালীপুজো বা দীপাবলি
আগামী ১২ নভেম্বর আলোর উৎসব। এখন থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই দিনটি ৭টি নিয়ম অবশ্যি পালন করতে হবে।
প্রদীপ জ্বালান
দীপাবলি বা কালীপুজোর দিনে বাড়িতে প্রদীপ জ্বালুন। এতে বাড়ি থেকে অশুভ শক্তির বিদায় নেয়। মোমবাতি বা বিদ্যুতের আলো জ্বাললেও এই দিন একটি ঘি বা তেলের প্রদীপ অবশ্যই জ্বালবেন।
লক্ষ্মী পুজো
কালীর পুজোর বাড়িতে মা কালীর সঙ্গী লক্ষ্মী নায়ারণের পুজো করুন। এই দিন অবশ্যই শিবের স্তব করবেন। তাতে পরিবারের সদস্যদের উপকার হবে।
আলপনা দিন
কালীপুজোর দিনে অবশ্যই আলপনা দিন। এই দিন মা লক্ষ্মীর পুজো করুন। তাহলে মা লক্ষ্মী তুষ্ট হয়।
কালীপুরোর আগের দিন
কালীপুজোর আগের দিন অবশ্যই ১৪ শাক খান। পাঁচ মিশলি এই শাক খাওয়া রীতি। আর সন্ধ্যেবেলা ১৪টি প্রদীপ জ্বালুন। তাতে পরিবারের মঙ্গল হয় বলেও অনেকে মনে করেন।
আতশবাজি পোড়ান
এই দিন বাড়িতে অবশ্যই আতশবাজি পোড়ান। ধর্মীয় মত অনুযায়ী অশুভশক্তি দূর হয়। আর বিজ্ঞান বলছে অপকারী কীটপতঙ্গ মরে যায়।
উপহার দিন মিষ্টিমুখ করান
এই দিন পরিবারের কাছের মানুষদের উপহার দিতে পারেন। বাড়ির সকলকে মিষ্টিমুখ করান।
ঘর পরিষ্কার করে রাখুন
কালীপুজো বা দীপাবলির আগে ঘর পরিষ্কার করুন। আর ঘর গুছিয়ে রাখুন। এই দিন ঠাকুরের আসন ফুল দিয়ে সাজিয়ে রাখুন।