Kali Puja: কালীপুজোর দিন ভুলেও করবেন না এই সাতটি কাজ, দেখা দেবে আর্থিক অনটন

রইল সাতটি জিনিসের কথা। কালীপুজোর দিন ভুলেও করবেন না এই কয়টি কাজ, দেখা দেবে আর্থিক অনটন।

Sayanita Chakraborty | Published : Nov 3, 2023 4:45 AM IST

বাঙালিদের বারো মাসে তেরো পার্বন। এই সকল উৎসবের মধ্যে আলোর উৎসব বেশ অন্যতম। এবার ১২ নভেম্বর পড়ছে কালীপুজো। রবিবার সারা দেশে খুব আড়ম্বরে পালিত হবে দুর্গোৎসব। আজ রইল সাতটি জিনিসের কথা। কালীপুজোর দিন ভুলেও করবেন না এই কয়টি কাজ, দেখা দেবে আর্থিক অনটন।

পুজোর সময় ঘর পরিষ্কার করুন। এমনটা বিশ্বাস করার হয় যে পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকে সেখানেই দেবী লক্ষ্মী প্রবেশ করেন। তা না হলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হবেন।

Latest Videos

দেবী লক্ষ্মী ও ভগবান গণেশের মূর্তি পূর্ব দিকে মুখ করে এবং উপাসককে উত্তর দিকে পিঠ দিয়ে বসতে হবে। পুজোর সময় রূপোর মুদ্রা, পদ্ম ফুল রাখুন। এতে মিলবে উপকার।

মাংস, মাছ, অ্যালকোহল খাবেন না। এতে অমঙ্গল দেখা দেবে। আর্থিক ক্ষতি হতে পারে। মেনে চলুন এই বিশেষ টিপস।

পুরনো জঞ্জাল জিনিস রাখবেন না। ভাঙা ঘড়ি, ভাঙা বোতল, আয়না, পুরনো জামা, আবর্জনা রাখবেন না। এতে সমস্যা তৈরি হতে পারে।

দীপবালির দিন পুরনো কাপড় পরবেন না। পুরনো বা ছেঁড়া কাপড় পরতে অশুভ মনে করা হয়। কালো রঙের পোশাক পরবেন না। এতে মা লক্ষ্মী রুষ্ট্র হতে পারেন।

পুজোর দিন ঘর আলোকিত করে রাখুন। এদিন বাড়ি অন্ধকার রাখবেন না। এতে মা লক্ষ্মী প্রবেশ করেন না। মেনে চলুন শাস্ত্র মত। পুজোর দিন সর্বত্র প্রদীপ দিয়ে সাজিয়ে নিন।

দাঁড়ানো গণেশ মূর্তি কিনবেন না। এতে অমঙ্গল দেখা দেবে। পুজোয় লাল ফুল ব্যবহার করুন। তেমনই পুজোর দিন সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখবেন। তেল ও ঘি ব্যবহার করে প্রদীপ জ্বালান। তা না হলে মা লক্ষ্মী ক্রদ্ধ হবেন।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

 

আরও পড়ুন

Kali Puja: ‘শ্যামা মা কি আমার কালো রে’, কালীর গায়ের রং কালো হওয়ার অর্থ কী?

Bhai Phota 2023: ভাইফোঁটায় কেন বাম হাতের কড়ে আঙুল দিয়েই ফোঁটা দেওয়া হয় জানেন!

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচার শুভেন্দুর, দেখুন সরাসরি
'বারবার কেন হিন্দুদের উপর আক্রমণ?' জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে গর্জে উঠে যা বললেন শুভেন্দু
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার মাসাই জাতির গল্প! অনন্য থিমে নজর কাড়লো শীতলা তলা জগদ্ধাত্রী পুজো
বাঁকুড়ার তালডাংরায় নির্বাচনী প্রচারে তৃণমূলকে ঝাঁজাল আক্রমণ সুকান্তর, দেখুন কী বললেন | Sukanta M
সিসিটিভি ক্যামেরা ভেঙে হিন্দুদের উপর আক্রমণ বাংলাদেশের সেনা ও পুলিশের, গর্জে উঠলেন শুভেন্দু