কালীপুজোর দিন এই কাজগুলি করলে মা কালীর সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন, আর্থ কষ্ট দূর হবে

আগামী ১২ নভেম্বর কালীপুজো আর দিওয়ালি। এই দিনে পরিবার থেকে অন্ধকার দূর করতে এই কাজগুলির অবশ্যই করুন। তাতে অশুভ শক্তি বা আপনার পরিবারের ওপর থেকে কুনজর দূর হবে।

 

কালীপুজোর- ঘোর অমাবস্যা থাকে সেই দিন। অন্ধকার বা অশুভ শক্তি দূর করতে সেই দিনই গোটা বাড়ি আলো দিয়ে সাজান হয়। রামায়ণ অনুযায়ী কালীপুজোর আগের দিন রাবনকে বদ করে অর্থাৎ অশুভ শক্তির বিনাস করে অযোধ্যায় ফিরেছিলেন ভগবান শ্রীরাম। আর সেই কারণে দীপ জ্বালিয়ে তাঁকে স্বাগত জানান হয়েছিল। সেই কারণেই এই দিনটি দীপাবলি উৎসব পালন করা হয়। আগামী ১২ নভেম্বর কালীপুজো আর দিওয়ালি। এই দিনে পরিবার থেকে অন্ধকার দূর করতে এই কাজগুলির অবশ্যই করুন। তাতে অশুভ শক্তি বা আপনার পরিবারের ওপর থেকে কুনজর দূর হবে।

কালীপুজোর বাস্তু টিপস-

Latest Videos

কালীপুজোর দিন অবশ্যই লাল রঙের শাড়ি বা জামা পরুন।

কালীপুজোর দিন বাড়ি আলো দিয়ে সাজিয়ে রাখুন। একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালবেন। তাতে পরিবার থেকে অশুভ শক্তি দূর হবে।

কালীপুজোর দিনে মা কালীর সঙ্গে লক্ষ্মী নারায়ণ আর শিবের পুজো অবশ্যই করুন।

কালীপুজোর দিনে পরিবারের আর্থিক সংকট কাটাতে মা লক্ষ্মীর সঙ্গে বিষ্ণুর আরাধনা করুন।

কালীপুজোর দিন মন্দিরে গিয়ে বস্ত্র দান করুন।

পুজোর দিনে তুলসী তলায় অবশ্যই একটি প্রদীপ জালুন। বাড়িতে লজ্জাবতী গাছ থাকলে সেখানেও প্রদীপ দিন। কারণ এই গাছ শনিদেবতার প্রিয়।

কালীপুজোর দিনে সধবা মহিলারা অবশ্যই সিঁদুর আর আলতা পরে থাকুন।

কালীপুজোর দিনে রান্নায় অবশ্যই কাঁচা হলুদ আর ঘি ব্যবহার করুন। তাহলে পরিবারের সদস্যদের কারও কুনজর লাগবে না।

কালীপুজোর দিন অনেক জায়গায় মা লক্ষ্মীর পুজো করা হয়। এই দিন আপনি চাইলে কুবের যন্ত্র ঘরে স্থাপন করতে পারেন। নতুন তুলসী চারাও বসাতে পারেন। তাতে শ্রীবৃদ্ধি হয়। সংসারে শান্তি ফেরে।

কালীপুজোর দিন অবশ্যই ঘরে ধূপ আর ধুনো দিন।

আরও পড়ুনঃ

পাপমুক্তির সার্টিফিকেট মাত্র ১২ টাকায়, রাজস্থানের এই মন্দিরের গল্প আপনাকেও অবাক করবে

Horoscope: শুক্র-শনির রাশি পরিবর্তনে ষড়ষ্টক যোগ, ধন-বর্ষা হবে কালীপুজোয়

ট্রেনে সাবধান ধূমপায়ীরা! সিগরেটের ধোঁয়া সনাক্ত করতে ট্রেনে বসছে অত্যাধুনিক যন্ত্র

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
তুমুল প্রতিবাদ! চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh | ISKCON
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari