কালীপুজোর দিন এই কাজগুলি করলে মা কালীর সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন, আর্থ কষ্ট দূর হবে

Published : Nov 02, 2023, 11:56 PM IST
Image of  Kali Puja 2021

সংক্ষিপ্ত

আগামী ১২ নভেম্বর কালীপুজো আর দিওয়ালি। এই দিনে পরিবার থেকে অন্ধকার দূর করতে এই কাজগুলির অবশ্যই করুন। তাতে অশুভ শক্তি বা আপনার পরিবারের ওপর থেকে কুনজর দূর হবে। 

কালীপুজোর- ঘোর অমাবস্যা থাকে সেই দিন। অন্ধকার বা অশুভ শক্তি দূর করতে সেই দিনই গোটা বাড়ি আলো দিয়ে সাজান হয়। রামায়ণ অনুযায়ী কালীপুজোর আগের দিন রাবনকে বদ করে অর্থাৎ অশুভ শক্তির বিনাস করে অযোধ্যায় ফিরেছিলেন ভগবান শ্রীরাম। আর সেই কারণে দীপ জ্বালিয়ে তাঁকে স্বাগত জানান হয়েছিল। সেই কারণেই এই দিনটি দীপাবলি উৎসব পালন করা হয়। আগামী ১২ নভেম্বর কালীপুজো আর দিওয়ালি। এই দিনে পরিবার থেকে অন্ধকার দূর করতে এই কাজগুলির অবশ্যই করুন। তাতে অশুভ শক্তি বা আপনার পরিবারের ওপর থেকে কুনজর দূর হবে।

কালীপুজোর বাস্তু টিপস-

কালীপুজোর দিন অবশ্যই লাল রঙের শাড়ি বা জামা পরুন।

কালীপুজোর দিন বাড়ি আলো দিয়ে সাজিয়ে রাখুন। একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালবেন। তাতে পরিবার থেকে অশুভ শক্তি দূর হবে।

কালীপুজোর দিনে মা কালীর সঙ্গে লক্ষ্মী নারায়ণ আর শিবের পুজো অবশ্যই করুন।

কালীপুজোর দিনে পরিবারের আর্থিক সংকট কাটাতে মা লক্ষ্মীর সঙ্গে বিষ্ণুর আরাধনা করুন।

কালীপুজোর দিন মন্দিরে গিয়ে বস্ত্র দান করুন।

পুজোর দিনে তুলসী তলায় অবশ্যই একটি প্রদীপ জালুন। বাড়িতে লজ্জাবতী গাছ থাকলে সেখানেও প্রদীপ দিন। কারণ এই গাছ শনিদেবতার প্রিয়।

কালীপুজোর দিনে সধবা মহিলারা অবশ্যই সিঁদুর আর আলতা পরে থাকুন।

কালীপুজোর দিনে রান্নায় অবশ্যই কাঁচা হলুদ আর ঘি ব্যবহার করুন। তাহলে পরিবারের সদস্যদের কারও কুনজর লাগবে না।

কালীপুজোর দিন অনেক জায়গায় মা লক্ষ্মীর পুজো করা হয়। এই দিন আপনি চাইলে কুবের যন্ত্র ঘরে স্থাপন করতে পারেন। নতুন তুলসী চারাও বসাতে পারেন। তাতে শ্রীবৃদ্ধি হয়। সংসারে শান্তি ফেরে।

কালীপুজোর দিন অবশ্যই ঘরে ধূপ আর ধুনো দিন।

আরও পড়ুনঃ

পাপমুক্তির সার্টিফিকেট মাত্র ১২ টাকায়, রাজস্থানের এই মন্দিরের গল্প আপনাকেও অবাক করবে

Horoscope: শুক্র-শনির রাশি পরিবর্তনে ষড়ষ্টক যোগ, ধন-বর্ষা হবে কালীপুজোয়

ট্রেনে সাবধান ধূমপায়ীরা! সিগরেটের ধোঁয়া সনাক্ত করতে ট্রেনে বসছে অত্যাধুনিক যন্ত্র

PREV
click me!

Recommended Stories

Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?
Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা