শ্রাবণ মাসে বাড়িতে লাগান এই গাছগুলি, দূর হবে অভাব, সংসার হবে সুখের

হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র মাস হল শ্রাবণ। দেবাদিদেব মহাদেবের পুজো হয় এই মাসে। ফলে ধর্মপ্রাণ ব্যক্তিরা শ্রাবণ মাসে মহাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করেন।

শ্রাবণ মাসে মহাদেবকে সন্তুষ্ট করার জন্য কয়েকটি বিশেষ গাছ লাগানো যেতে পারে। মহাদেবের প্রিয় এই গাছগুলি লাগালে সংসারে সুখ-শান্তি প্রতিষ্ঠিত হতে পারে, আর্থিক সমৃদ্ধি আসে, শারীরিক ও মানসিক সমস্যা দূর হয়। এই গাছগুলি হল বেল, ধুতুরা, তুলসি ও শামি গাছ। এই গাছগুলি লাগালে যাবতীয় সমস্যা দূর হতে পারে। এই কারণে শ্রাবণ মাস থাকতে থাকতে গাছগুলি লাগিয়ে নেওয়া উচিত। শিবের আশীর্বাদ পাওয়া সবসময়ই কাম্য। এই গাছগুলি লাগালে মহাদেবের পাশাপাশি লক্ষ্মী, শনিদেবের আশীর্বাদও পাওয়া যেতে পারে। ফলে বেল, ধুতুরা, তুলসি ও শামি গাছ লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মহাদেবের প্রিয় গাছ বেল

Latest Videos

সারা বছরই শিবের পুজোয় ব্যবহার করা হয় বেল পাতা। শিবের প্রিয় গাছ বেল। এই কারণে শ্রাবণ মাসে বাড়িতে বেল গাছ লাগালে মহাদেবকে সন্তুষ্ট করা যায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বেল পাতায় বাস করেন লক্ষ্মী। এই কারণ শ্রাবণ মাসে বাড়িতে বেল গাছ লাগালে শিবের পাশাপাশি লক্ষ্মীকেও সন্তুষ্ট করা সম্ভব হয় এবং তাঁদের আশীর্বাদ পাওয়া যায়।

শিবের পুজোয় ব্যবহার হয় ধুতুরা ফল

শিবের অত্যন্ত প্রিয় ধুতুরা ফল। মহাদেবের পুজোয় এই ফল ব্যবহার করা হয়। এই কারণে শ্রাবণ মাসে ধুতুরা গাছ লাগালে শিবকে সন্তুষ্ট করা যায়। ধুতুরা গাছে বাস করেন মহাদেব। ফলে শ্রাবণ মাসে ধুতুরা গাছ লাগালে শিবের আশীর্বাদ পাওয়া যায়। শ্রাবণ মাসে তুলসি গাছ লাগানোও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তুলসি গাছ লাগালে সংসারে সুখ-শান্তি ফেরে। শ্রাবণ মাসে বাড়িতে শামি গাছ লাগানোও অত্যন্ত শুভ। শামি গাছ লাগালে শিবের পাশাপাশি শনিদেবের আশীর্বাদও পাওয়া যায়। বাড়ির উত্তর দিকে শামি গাছ লাগানো সবচেয়ে শুভ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

চিরকালের মতো ঋণ মুক্ত করতে পারে শ্রাবণ মাসের বৃষ্টির জল! ঘোচায় অর্থাভাবও, পবিত্র এই জলের মহিমা জানেন না অনেকেই

এই ভাবে বেলপাতা দিলে রুষ্ট হন মহাদেব! সোজা না উল্টো ভাবে দেবেন এই পাতা, শ্রাবণ মাসে শিব পুজো করার আগে জেনে নিন

Shiva jal abhishek: শিবলিঙ্গে জল নিবেদনের সময় মাথায় রাখুন এই বিষয়গুলি! আপনার উপর অটুট থাকবে মহাদেবের আশীর্বাদ

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul