সংক্ষিপ্ত
এই ভাবে বেলপাতা দিলে রুষ্ট হন মহাদেব! সোজা না উলটো ভাবে দেবেন এই পাতা, শ্রাবণ মাসে শিব পুজো করার আগে জেনে নিন
২২ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে ভগবান শিবের পুজো করলে সমস্ত ইচ্ছে পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। মহাদেবকে খুশি করতে শিবভক্তরা শাস্ত্রে বর্ণিত সমস্ত নিয়ম পালন করার চেষ্টা করেন। বেলপাতা ছাড়া শিবের পুজো ভাবাই যায় না। তিনটি বেলপাতা দিয়েই মহাদেবের পুজো সম্পূর্ণ হয়।
কথিত রয়েছে যে এই পাতা শিবের অত্যন্ত প্রিয়। শ্রাবণ মাসের সোমবার, বা অন্যান্য সোমবার বা শিবরাত্রিতে বাবার পুজো করতে অবশ্যই বেল পাতার প্রয়োজন হয়।
শিবলিঙ্গে বিলপাতা দিয়ে জল বা ডুধ ঢাললে মহাদেব আর্শিবাদ করেন এমনই মনে করা হয়। কিন্তু সঠিক বাবে বেলপাতা না দিলে অত্যন্ত রুষ্ট হন মহাদেব।
পুরীর কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষী ডক্টর গণেশ মিশ্র সঠিক ভাবে বেল পাতা দেওয়ার পদ্ধতি জানিয়েছেন। ডক্টর গণেশ মিশ্র বলেছেন, বেলপাতা দেওয়ার সময় সব সময় দেখে নিতে হবে যাতে তিনটি পাতাই থাকে। বেলপাতা যাতে ছেঁড়া বা কাটা না থাকে। শুকনো বেলপাতা থাকলে তা সরিয়ে নিয়ে তাজা বেলপাতা দিতে হবে।
বেলপাতা নিবেদনের আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে দিতে হবে। এরপর সব সময় বেলপাতার মসৃণ দিক যাতে শিবলিঙ্গ স্পর্শ করে তা দেখতে হবে। মসৃণ দিক থেকে শিবলিঙ্গে বেল পাতা দেওয়া হয়। খসখসে দিকটি উপরে থাকে।
যদি পুজোর আগে বেল পাতা জোগাড় না হয়, তবে দুশ্চিন্তা না করে শিবলিঙ্গের মাথায় যদি বেলপাতা থাকে তাহলে সেটি তুলে নিয়ে ধুয়েও ঈশ্বরকে নিবেদন করা যায়।
শিবের পুজোয় ৫, ১১, ২১ সংখ্যায় বেলপাতা নিবেদন করা যায়। এতে রামের নাম লিখে অর্পণ করলে মহাদেব তুষ্ট হন।