খাবার খাওয়ার বাস্তু নিয়ম, জানুন কী কী করলে মা লক্ষ্মী আর অন্নপূর্ণার আশীর্বাদ পাবেন

খেতে বসার নিয়ম আর খাবার পরে কী কী কাজ করলে বাস্তু নিয়ম সঠিকভাবে মানা হয়। বাস্তু নিয়ম সঠিকভাবে মানলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।

 

বাস্তু শাস্ত্র অনুযায়ী নিয়ম মেনে কাজ করলে তার সুফল হাতেনাতে পাওয়া যায়। হিন্দু ঘরে খাওয়ার একটি বিশেষ নিয়ম রয়েছে। সেগুলি মেনে চললে পরিবারে বা বাড়ির সদস্যদের মধ্যে পজিটিভ এনার্জি বেড়ে যায়। তাই খেতে বসার নিয়ম আর খাবার পরে কী কী কাজ করলে বাস্তু নিয়ম সঠিকভাবে মানা হয়। বাস্তু নিয়ম সঠিকভাবে মানলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। বাস্তু নিয়ম মানলে সংসার থেকে দুঃখ, আশান্তি আর দারিদ্র পুরোপুরি বিদায় নেয়।

খেতে বসার আর খাবার পরের বাস্তু নিয়মগুলি হল

Latest Videos

মা লক্ষ্মী আর অন্নপূর্ণাকে তুষ্ট করতে হলে রান্নাঘর সর্বদা পরিষ্কার রাখুন। রান্নাঘর মোটেও নোংরা করবেন না। মা লক্ষ্মী আর অন্নপূর্ণ কেউই অপরিচ্ছন্নতা সহ্য করতে পারেন না।

রাতে খাওয়ার পরে এঁটো বাসন ধুয়ে রাখুন। এঁটো বাসন কখনই ঘরে জড়ো করে রাখবেন না। এটি অত্যান্ত অশুভ।

রান্নাঘরে কখনই বাসি আর পচা খাবার রাখবেন না। এটি নেগেটিভ এনার্জির যোগান দেয়।

স্নান করেই রান্নাঘরে যাওয়া উচিৎ। স্নান করেই রান্না করা জরুরি।

রান্না করবেন পূর্ব বা উত্তর দিকে মুখ করে। ভুলেও দক্ষিণমুখী রান্নাঘর করবেন না। তাতে স্বাস্থ্যেরহনি হতে পারে।

রান্নাঘরে জলের পাশে সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালুন। তাতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া য়ায়।

খাবার নষ্ট করা মহাপাপ। তাতে মা লক্ষ্মী আর মা অন্নপূর্ণা দুজনেই ক্ষুব্ধ হয়। খাবার অপচায় না করে ক্ষুধার্ত মানুষের মধ্যে তা বিলিয়ে দিন।

খেতে বসার আগে যেমন হাত ধুয়ে বসা জরুরি। তেমনই খাওয়া শেষ হয়ে গেলে হাত মুখ পরিষ্কার করতে হবে। হাত আর মুখ যদি অপরিষ্কার থাকে তাহলে মা লক্ষ্মীর অভিশাপ লাগবে।

আরও পড়ুনঃ

Health Tips:রসুনের পাঁচ স্বাস্থ্য উপকারিতা, শীতকালে যৌনশক্তি বাড়াতে এটি গুরুত্বপূর্ণ

Calendar: নতুন বছর ক্যালেন্ডার রাখার আগে এই ১০ কথা মাথায় রাখুন, আপনার উন্নতি আটতে পারবে না কেউ

কালীপুজোর দিন এই ৭টি গুরুত্বপূর্ণ ঐতিহ্য-রীতি মেনে চলুন , তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই পাবেন

 

 

Share this article
click me!

Latest Videos

ফিরহাদ হাকিম ইস্যুতে বিজেপিকে দুষলেন প্রিয়দর্শিনী হাকিম, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত
জাল পাসপোর্ট মামলায় Mamata Banerjee-কে ধুয়ে দিলেন Sukanta Majumdar, দেখুন কী বলছেন তিনি
Asianet News Live: তৃণমূলের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ বিজেপির,কী বলছেন, দেখুন সরাসরি
ব্যবসায় অশান্তি! সম্পর্ক তলানিতে, এমন কাণ্ড ঘটবে কেউ বুঝতেই পারেনি | Hooghly News Today
বাপরে! বাইকের সামনে দাঁড়িয়ে সাক্ষাৎ সুন্দরবনের যম! তারপর... | Kultali News | Tiger Attack News