চলছে আলোর উৎসব। উৎসবের শুরু হয় ধনতেরাস দিয়ে। এবার ১০ নভেম্বর পালিত হচ্ছে ধনতেরাস। এই দিনে সকলকে জানান শুভেচ্ছা। রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ।
ধনলক্ষ্মীর আশীর্বাদ সর্বদা থাকুক আপনার ও আপনার পরিবারের ওপর। সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক আপনার সংসার।- আপনার সকল পরিচিতকে পাঠান এমন বার্তা।
আপনার ওপর আর্থিক বর্ষণ হোক সর্বদা। ধনতেরাসের পুণ্য লগ্নে এই কামনাই করি। শুভ ধনতেরাস। - সকললের মঙ্গল কামনা করে পাঠান এমন বার্তা।
ধনতেরাসের শুভক্ষণে লক্ষ্মী আসুক আপনার ঘরে। শুভ ধনতেরাস।- আজ পাঠাতে পারেন এমন শুভেচ্ছা বার্তা।
সোনার রথ আর চাঁদনীর পালকি। ইচ্ছা পূরণ করুক মা লক্ষ্মী। শুভ ধনতেরাস।- পাঠাতে পারেন এমন শুভেচ্ছা বার্তা।
ধনতেরাসের শুভক্ষণে জানাই শুভেচ্ছা। আপনার জীবন থেকে দূর হোক সকল জটিলতা। শুভ ধনতেরাস। - শুভ মুহূর্তে পাঠান এমন বার্তা।
জানাই ধনতেরাসের শুভেচ্ছা। স্বাস্থ্য ও সম্পদে পূর্ণ হোক আপনার ও আপনার পরিবারের সকলের জীবন। - পাঠাতে পারেন এমন শুভেচ্ছা বার্তা।
অক্ষয় হোক সুখ, শুভ আশীষ পড়ুক ঝরে। শুভ ধনতেরাস। - এই শুভক্ষণে সকলকে জানান শুভেচ্ছা।
ধনলক্ষ্মীর কৃপায় পূর্ণ হোক আপনার জীবনের সকল আশা ও কামনা। শুভ ধনতেরাস। - পাঠাতে পারেন এমন শুভেচ্ছা বার্তা।
আজ যে কাজই করবেন, তাতেই আসবে সাফল্য। আপনার সকল ইচ্ছা পূর্ণ হোক এই শুভক্ষণে। সকল পরিচিতকে পাঠাতে পারেন এমন শুভেচ্ছা বার্তা।
আপনার পরিবার জড়িয়ে থাকুক মায়ার বাঁধনে। ম লক্ষ্মী ও কুবেরের কৃপা থাকুক আপনার ওপর। শুভ ধনতেরাস। - পাঠাতে পারেন এমন শুভেচ্ছা বার্তা।