দেবী সারদার সেরা ১০ বাণী, যা দুঃসময়েও আপনার জীবনের চলার পথ আরও সহজ করবে

তিঁনি তাঁকে মন্ত্রশিক্ষা দেন এবং মানুষকে দীক্ষিত করে আধ্যাত্মিক পথে চলার শিক্ষাও দান করতেন। জেনে নিন মা সারদার ১০ বাণী

 

Deblina Dey | Published : Jul 27, 2024 12:32 PM
110

আমি সত্যেরও মা, অসত্যেরও মা

210

সৎ সঙ্গে মেশো, ভাল হতে চেষ্টা কর ক্রমে সব ভাল হবে

310

কষ্ট ছাড়া কখনও উন্নতি সম্ভব নয়

410

যখন জীবনে সুসময় আসে, তখন ধ্যান চিন্তা আসে

510

যে অল্পেতে তুষ্ট থাকে, তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়

610

জগৎকে নিজের করে নিতে শেখো কেউ পর না, জগৎ তোমার

710

কাজের সঙ্গে সকাল সন্ধ্যে জপ-ধ্যান না করলে, কি করছো না করছো বুঝবে কি করে

810

একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্ত দেখলে তাকে একটু খেতে দিও

910

যিনি ব্রহ্ম, তিনিই শক্তি আর তিনিই মা | দরকার নেই ফুল,চন্দন,ধূপ,বাতি, উপাচারের মাকে আপন করে পেতে শুধু মনটাকে দেও তাঁরে

1010

ঠাকুর বলতেন, ছিপ ফেলে বসলে কি রোজই রুইমাছ ওঠে? অনেক মাল-মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনোদিন বা একটা এসে পড়ল, কোনোদিন বা নাই পড়ল, তাই বলে বসা ছেড়ো না । জপ চালিয়ে যাও

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos