যে অল্পেতে তুষ্ট থাকে, তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়
জগৎকে নিজের করে নিতে শেখো কেউ পর না, জগৎ তোমার
কাজের সঙ্গে সকাল সন্ধ্যে জপ-ধ্যান না করলে, কি করছো না করছো বুঝবে কি করে
একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্ত দেখলে তাকে একটু খেতে দিও
যিনি ব্রহ্ম, তিনিই শক্তি আর তিনিই মা | দরকার নেই ফুল,চন্দন,ধূপ,বাতি, উপাচারের মাকে আপন করে পেতে শুধু মনটাকে দেও তাঁরে
ঠাকুর বলতেন, ছিপ ফেলে বসলে কি রোজই রুইমাছ ওঠে? অনেক মাল-মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনোদিন বা একটা এসে পড়ল, কোনোদিন বা নাই পড়ল, তাই বলে বসা ছেড়ো না । জপ চালিয়ে যাও