পুজো করতে অবশ্যই লাগবে বেলপাতা। কারণ শিবের পুজো বেলপাতা ছাড়া হয় না। এছাড়া এদিন শিবকে ৫ ফল নিবেদন করার রীতি আছে। শিবের পছন্দের ফুল ধুতুরা, আকন্দ। অপরাজিতা ফুলও মহাদেবের পছন্দ। কল্কে ফুলেও পূজিত হন মহাদেব। বেলপাতা দিয়ে পুজো করা হয়। সঙ্গে লাগে দুধ, দই , গঙ্গামাটি, বেলপাতা, গঙ্গাজল।