বাড়িতে গণেশ বন্দনায় ভুলেও এই কাজ করবেন না, মেনে চলুন সহজ কিছু টিপস

Published : Aug 27, 2025, 12:13 PM IST

Ganesh Chaturthi 2025: আজ গণেশ চতুর্থী। গণেশ বন্দনার বিশেষ এই দিনে মেনে চলুন কিছু নিয়ম কানুন। দেখবেন এতে সংসারে আসবে সুখ সমৃদ্ধি। বজায় থাকবে শান্তি। এদিন কী করবেন আর কী করবেন না? রইল তার কিছু টিপস। দেখুন ফটো গ্যালারিতে…

PREV
16
ভাঙা গণেশ মূর্তি স্থাপন করবেন না

বাড়িতে গণপতি বাপ্পার পুজোর আয়োজন করতে চাইলে এই দিনে ভাঙা গণেশের মূর্তি স্থাপন এড়িয়ে চলাই ভালো। কারণ, গণেশের কান, হাত বা শুঁড় ভাঙা থাকলে তা অশুভ বলেই ধরা হয়। ফলে এই দিনে ভাঙা গণেশের পুজো এড়়িয়ে চলাই ভালো। এবং গণেশ পুজোর সময় চেষ্টা করবেন ঠাকুরকে যেন পশ্চিমমুখি করে না বসানো হয়। উত্তর দিকে মুখ রেখে গণেশ পুজো করলে সংসারের মঙ্গল হয়। অর্থ ভাগ্যে উন্নতি হয়। 

26
মাটিতে বসিয়ে পুজো করবেন না

গণেশ ঠাকুরকে মাটিতে বসিয়ে সরাসরি পুজো করবেন না। ঠাকুর বসানোর জায়গায় কোনও কাঠের জলচৌকি অথবা লাল কাপড় পেতে তার ওপর গণেশের মূর্তি রাখুন এবং পুজোপাঠ করুন। 

36
গণেশের শুঁড়ের দিকে লক্ষ্য রাখুন

ঘরোয়া নিয়মে গণেশ পুজো করার জন্য অথবা বাড়িতে গণেশ পুজোর আয়োজনে গণপতি বাপ্পার শুঁড়ের দিকে নজর রাখুন। খেয়াল রাখবেন বাড়িতে পুজো করার জন্য আনা গণেশের সুর যেন বাঁ দিকে থাকে। কারণ, ডানদিকের শুঁড় যুক্ত গণেশ মূর্তির পুজো অনেক কঠোর নিয়মে করা হয়। 

46
তুলসীর ব্যবহার নিষিদ্ধ

গণেশ পুজোর সময় তুলসী পাতার ব্যবহার করা যাবে না। তার পরিবর্তে ব্যবহার করতে পারেন দুর্বা, লাল কাপড়, লাল ফুল ইত্যাদি। যা গণেশ আরাধনার জন্য শুভ বলেই মনে করা হয়। এবং গণেশ পুজোয় ব্যবহার করুন লাল চন্দন। 

56
পুজোর জায়গা পরিস্কার রাখুন

এছাড়াও যে ঘরে গণেশ বন্দনার আয়োজন করবেন সেই ঘর সর্বদা পরিস্কার-পরিছন্ন রাখুন। গণেশ পুজোর সময় ঘর যেন অপরিস্কার না থাকে।  এবং গণেশ পুজো কখনই অশুদ্ধ মনে দেবেন না। স্নান করে পরিস্কার ধোয়া জামাকাপড় পরে শান্ত মনে পুজোয় বসুন। 

66
গণেশ আসনের দিকে খেয়াল রাখুন

পুজোর সময় গণেশ মূর্তিকে কখনই অসমান আসনে বসানো যাবে না। আসন যাতে সমান ও স্থিতিশীল হয় সেই দিকে খেয়াল রাখুন। এবং গণেশকে একা রাখবেন না। সাধারণত গণেশের সঙ্গে মা লক্ষ্মী বা সরস্বতীর মূর্তি থাকলে তা শুভ বলে মনে করা হয়। 

Read more Photos on
click me!

Recommended Stories