নিশীথ কালেই আরাধনা করা হয় শ্যামা মায়ের, এবছর কখন কালীপুজোর সময় সূচি ও অমাবস্যা তিথি?

Published : Oct 07, 2025, 04:00 PM IST

Kali Puja 2025: এখনও শেষ হয়নি উৎসবের মরশুম। সদ্য শেষ হয়েছে দুর্গাপুজো। এরপরই শ্যামা মায়ের আরাধনা ও দীপাবলিতে মাতবে দেশবাসী। বিশদে জানুন এবছর কালীপুজোর সময় সূচি ও অমাবস্যা কখন থেকে শুরু হবে। দেখুন ফটো গ্যালারিতে…

PREV
15
কালী পুজোর সময় সূচি

বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব মিটতে না মিটতে ফের বঙ্গবাসী মেতে উঠবেন শ্যামা মায়ের আরাধনায়। এই বছর কালী পুজো পড়েছে অক্টোবর মাসের শেষ সপ্তাহে। জানুন কালীপুজোর নিয়ম ও সময় সূচি। 

25
কখন লাগবে অমাবস্যা?

দীপাবলির (Diwali) সঙ্গে প্রতি বছর কালীপুজো (Kali Pujo) একই দিনে পড়লেও, দু'টি উৎসবের মেজাজ কিন্তু একেবারে ভিন্ন। আগামী ২০ অক্টোবর, ২০২৫, সোমবার, যখন ভারতের অন্যান্য রাজ্য 'আলোর উৎসব' দীপাবলির আনন্দে মেতে উঠবে, ঠিক তখনই বাংলা জুড়ে নেমে আসা অমাবস্যার অন্ধকারে পুজো হবে 'কালী' বা 'শ্যামা মায়ের'।

35
বঙ্গে কালীপুজোর তোড়জোড়

বাংলা, অসম এবং ওড়িশার মতো পূর্ব ভারতের রাজ্যগুলিতে এই দিনে 'অন্ধকার দেবী' মা কালীর আরাধনা করা হয়। অমাবস্যার গভীর রাতে শুরু হয় এই পুজো। যেখানে দেবী কালীর ভয়ংকর অথচ মাতৃরূপের মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ এবং জীবনের অন্ধকার দিককে জয় করার বার্তা দেওয়া হয়। এই পুজোয় আলোর প্রদীপ থাকলেও, মূল আকর্ষণ থাকে দেবীর রুদ্রমূর্তি এবং তান্ত্রিক রীতিনীতি।

45
কালীপুজোর সময়

পঞ্জিকা অনুসারে, অমাবস্যা তিথি শুরু হচ্ছে ২০ অক্টোবর, সোমবার, দুপুর ১টা ১৪ মিনিটে। তিথিটি পরের দিন, ২১ অক্টোবর, মঙ্গলবার, বিকেল ৩টে ২৪ মিনিটে শেষ হবে।

কালীপূজার জন্য নিশিতা কাল (মধ্যরাত্রি) মুহূর্ত:

সময়: ২০ অক্টোবর রাত ১১টা ৪১ মিনিট থেকে শুরু হয়ে ২১ অক্টোবর রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত।

মোট সময়কাল: এই শুভ মুহূর্তের স্থায়ীত্ব হবে ৫০ মিনিট।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, এই নিশিতা কালেই দেবীর আরাধনা করলে বিশেষ ফল লাভ হয়।

55
নিশীথ কাল কী?

শাস্ত্রজ্ঞ ও পুরোহিতদের মতে, তন্ত্র মতে নিশীথ কালই দেবীর পুজোর শ্রেষ্ঠ সময়। কারণ, এই সময়কালে দেবীর মন্ত্র ও আরাধনার শক্তি সর্বোচ্চ শিখরে থাকে। এই বিশেষ ক্ষণেই সাধক ও গৃহস্থরা মা কালীর কাছে নিজেদের সুরক্ষা, ভয়মুক্তি এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা জানান। গভীর রাতে এই পুজো সম্পাদনের মধ্য দিয়ে ভক্তরা যেন অন্ধকারকে জয় করে আলোকের পথে এগিয়ে যাওয়ার শক্তি অর্জন করেন। পশ্চিমবঙ্গ ও অন্যান্য অঞ্চলে কালীপুজো মূলত দীপান্বিতা অমাবস্যার রাতেই হয়। যা দীপাবলির সঙ্গেও সম্পর্কিত। এই রাতেই নিশীথ কালের বিশেষ গুরুত্বকে প্রাধান্য দিয়ে হাজার হাজার ভক্ত মণ্ডপে মণ্ডপে ও নিজ গৃহে দেবীর আরাধনায় মগ্ন হন। 

Read more Photos on
click me!

Recommended Stories