- Home
- World News
- Pakistan News
- রেল লাইনে বোমা বিস্ফোরণের অভিযোগ, পাকিস্তানে ফের বালোচ বিদ্রোহীদের 'টার্গেট' জাফর এক্সপ্রেস
রেল লাইনে বোমা বিস্ফোরণের অভিযোগ, পাকিস্তানে ফের বালোচ বিদ্রোহীদের 'টার্গেট' জাফর এক্সপ্রেস
Jaffar Express Blast: ফের পাকিস্তানের ট্রেনে হামলা। জাাফর এক্সপ্রেসে আত্মঘাতী হামলা চালানোর অভিযোগ বালোচ বিদ্রোহাীদের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

জাফর এক্সপ্রেসে হামলা
কিছুতেই স্বস্তি নেই পাকিস্তান সরকারের। ফের পাকিস্তানের জাফর এক্সপ্রেসে হামলার অভিযোগ। হামলা চালালো বালোচ বিদ্রোহীরা। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পাকিস্তানের সিন্ধ অঞ্চলের কাছে রেল লাইনে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে। আর তাতেই লাইনচ্যুত হয়ে যায় জাফর এক্সপ্রেসের ছয়টি বগি।
পাকিস্তানের ট্রেনে বিস্ফোরণ
পাক সংবাদ মাধ্যম ‘ডন’ সূত্রে খবর, মঙ্গলবার সকালে বালোচ বিদ্রোহীরা পাকিস্তানের জাফর এক্সপ্রেসে বিস্ফোরণ ঘটায়। রেল লাইনে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনায় সাতজনের জখম হওয়ার খবর মিলেছে। তবে কোনও মৃত্যুর ঘটনার খবর সামনে আসেনি।
হামলার কবলে পাক জাফর
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, জাফর এক্সপ্রেস হল পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের কোয়েটা এবং খায়বার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারের মধ্যে চলাচল করে। মাঝে মধ্যেই এই ট্রেনে হামলা চালায় বালোচ বিদ্রোহীরা।
কেন এই হামলা?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি বার্তা থেকে জানা গিয়েছে যে, ‘বালোচ রিপাবলিকান গার্ড্স’ নামে একটি গোষ্ঠী ঘটনার দায়স্বীকার করেছে। যদিও ওই বার্তার সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। পোস্টে বিদ্রোহীদের দাবি, ট্রেনে পাক সেনাকর্মীরা সফর করছিলেন। সেই কারণেই তাঁরা হামলা চালিয়েছেন।
অতীতেও বহুবার জাফর এক্সপ্রেসে হামলা
তবে এই হামলা প্রথমবার নয়। এর আগেও অতীতে পাকিস্তানের ট্রেন লক্ষ্য করে হামলা চালিয়েছে বালোচ বিদ্রোহীরা। সেই ঘটনায় প্রাণহানিও হয়েছে। তারই মধ্যে ফের পাকিস্তানের জাফর এক্সপ্রেসে হামলা চালালো বালোচ বিদ্রোহীরা।

