দুর্গোৎসবে পরিবেশকে প্লাস্টিকবিহীন করার অঙ্গীকার নিয়েছে ডায়মন্ড পার্ক সর্বজনীন

  • পরিবেশ দূষণের ভয়ঙ্কর ফলে ক্ষতিগ্রস্ত হবে গোটা পৃথিবী
  • দূষণের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য যে সচেতনতামূলক কর্মসূচী শুরু করা প্রয়োজন
  • পরিবেশ সচেতনতা বাড়াতে ডায়মন্ড পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবার পুজোয় নিয়েছে বিশেষ এক উদ্যোগ
  • এবারে পুজোয় ডায়মন্ড পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটির অঙ্গীকার হল প্লাস্টিক বিহীন পুজো

শরতের নীল আকাশ আর মাঠে ঘাটে কাশ ফুল জানান দিচ্ছে ঘরে মেয়ের আসার সময় হয়েছে। সেই আনন্দ মেতে উঠেছে শহর কলকাতা সহ গোটা বাংলা। সেই মতে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতিও। কলকাতার অলিতে গলিতে চলছে পুজোর থিম, প্য়ান্ডেল, আলোর রোশনাই দিয়ে সাজানোর প্রস্তুতিপর্ব। বছর পরে মেয়ে বাড়ি আসছে বলে কথা। তাই এই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ডায়মন্ড পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটিও। 

দেখে নিন- যুগলবন্দিতে তৈরি হচ্ছে এবারের ঠাকুরপুকুর এস বি পার্কের দুর্গাপুজো

Latest Videos

পরিবেশ দূষণের ভয়ঙ্কর ফল ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের দিকে। তাতে ক্ষতিগ্রস্ত হবে গোটা পৃথিবী। বহু সচেতনমূলক কাজের মাধ্যমে সাধারন মানুষকে এ ব্যাপারে জানানো হলেও ঠিক কতটা প্রভাব ফেলেছে তা মানুষের মনে বা ঠিক কতটা সচেতন হয়েছেন মানুষ তা বলা কঠিন। তবে পরিবেশ দূষণের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য যে সচেতনতামূলক কর্মসূচী চলছে তাকে একধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছে পৃথিবী যখন পরিবেশ দূষণের সম্ভাব্য সর্বোচ্চ মাত্রায় এসে পৌঁছেছে, এরকমই এক সময়ে সচেতনতা বাড়াতে ডায়মন্ড পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবার পুজোয় নিয়েছে বিশেষ এক উদ্যোগ।

দেখে নিন- বেলেঘাটা নবমিলন সংঘে এবার মাতৃ আরাধনার এক ভিন্ন রূপ

প্রতিবারের মতো এবারেও পুজো কমিটির অঙ্গীকার হল প্লাস্টিক বিহীন পুজো। মণ্ডপ সাজাতেও তাই ব্যবহার করা হচ্ছে পরিবেশ বান্ধব জিনিস। পরিবেশকে সুন্দর করে তুলতে এবং প্লাস্টিক বর্জন করতে ডায়মন্ড পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি এই অনবদ্য পদক্ষেপ। তাই পরিবেশ বান্ধব মণ্ডবে প্রতিমা দর্শণ করতে হবে আসতেই হবে ডায়মন্ড পার্ক সর্বজনীনে।

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও