বেলেঘাটা নবমিলন সংঘে এবার মাতৃ আরাধনার এক ভিন্ন রূপ

  • ক্লাবগুলিতে শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর সাজো সাজো রব
  • এবারে নবমিলন ক্লাব এর পুজোর বাজেট ১২ লাখ
  • প্রতিবারের মতো বেলেঘাটা নবমিলনও শুরু করে দিয়ে পুজোর প্রস্তুতি
  • এ বছরে তাদের থিম- 'মায়ের খোলা মন'

Share this Video

প্রতিবারের মতো বেলেঘাটা নবমিলনও শুরু করে দিয়ে পুজোর প্রস্তুতি। এ বছরে তাদের থিম- 'মায়ের খোলা মন'। বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এমন একটি থিমের কথা ভেবেছেন এই ক্লাব। শিল্পী সুদীপ মন্ডল এর কথায়-" মা যখন বৃদ্ধ হয়ে যায়, ছেলে মেয়েরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তারা, মা কে দেখা শোনা বা সেবা কোনোটাই করতে পারেন না। সময়ের সঙ্গ সঙ্গে মানসিক দিক থেকে অসুস্থ হয়ে ওঠা কিছু সন্তান যাতে মায়ের একাকীত্ব বোধকে বুঝতে পারে, সেই চেষ্টারই এক ঝলক দেখা যাবে এই মণ্ডপে। তাই অনবদ্য এই থিম স্বচক্ষে দেখতে অবশ্যই চলে আসুন বেলেঘাটা নবমিলন ক্লাব এ। 

Related Video