যুগলবন্দিতে তৈরি হচ্ছে এবারের ঠাকুরপুকুর এস বি পার্কের দুর্গাপুজো

  • যুগলবন্দিতে সেজে উঠছে ঠাকুরপুকুর এস বি পার্কের দুর্গাপুজো
  • শিল্প ভাবনা শিল্পী পার্থ দাশগুপ্তের
  • পুজো প‍্যান্ডেলে রয়েছে থিমের ছোঁয়া
  • এবার ক্লাবের প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষের থিম 'আবাহনে আলপনা'

Share this Video

থিম আর সাবেকির যুগলবন্দিতে তৈরি হচ্ছে এবারের ঠাকুরপুকুর এস বি পার্কের দুর্গাপুজো। শিল্প ভাবনা শিল্পী পার্থ দাশগুপ্তের। গত বছর থেকে এই ক্লাবের পুজোর সঙ্গে যুক্ত তিনি। পুজো প‍্যান্ডেলে রয়েছে থিমের ছোঁয়া। এবার ক্লাবের প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষের থিম 'আবাহনে আলপনা'। চিরাচরিত আলপনার থেকে এই আলপনা একটু আলাদা। এই আলপনায় যেমন রয়েছে শান্তিনিকেতনের আল্পনার ছাপ, তেমনি রয়েছে ত্রিমাত্রিক রূপ। লোহার পাত ব‍্যবহার করে আলপনা তৈরি করা হচ্ছে। লোহার পাতের আলপনায় মোড়া হচ্ছে গোটা প‍্যান্ডেল। 

Related Video