পুজোটাই পুরো মাটি কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবে

  • কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবের এই বছরের থিম হল এবার পুজোটাই মাটি
  • পুজোটা মাটি মানে পুজো বরবাদ নয়
  • কুমোর পাড়ায় যেভাবে ঠাকুর তৈরি হয় সেই চিন্তা ভাবনাই এখানে তুলে ধরা হচ্ছে এই প্যান্ডেলে
  • পুজোয় গঙ্গায় মাটি নেওয়া থেকে শুরু করে ঠাকুরের ভাসান অবধি সমস্ত বিষয়টিই তুলে ধরা হয়েছে এখানে

deblina dey | Published : Sep 24, 2019 11:01 AM IST / Updated: Sep 24 2019, 05:30 PM IST

পুজোটা মাটি মানে পুজো বরবাদ নয়। কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবের এই বছরের থিম হল এবার পুজোটাই মাটি। এর মানে পুরও পুজো প্যান্ডেলের সমস্ত আয়োজনই হবে মাটি দিয়ে। কুমোরটুলি বা কুমোর পাড়ায় যেভাবে ঠাকুর তৈরি হয় সেই চিন্তা ভাবনাই এখানে তুলে ধরা হচ্ছে এই প্যান্ডেলে। দুর্গা পুজোয় গঙ্গায় মাটি নেওয়া থেকে শুরু করে ঠাকুরের ভাসান পর্যন্ত শুধুই তো মাটি এবং এই ভাবনাই আরও স্পষ্ট করে দেখানো হচ্ছে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবের আঙিনায়।

আরও পড়ুন- কংক্রিটের জঙ্গল ছেড়ে ঘুরে আসুন এবার পর্ণছায়ার তলে

Latest Videos

এই প্যান্ডেলের শিল্পী কিন্তু বাইরের কেউ নয়। বরং ক্লাব মেম্বাররাই হলেন শিল্পী। সকলের ভাবনায় এবং এই ক্লাবের সঙ্গে  ২০০৫ সাল থেকে জড়িত বুরুলের ৮ জন ভাই এর সহযোগিতায় সেজে উঠছে মন্ডপ। ক্লাবের পুজো সম্পাদক অভিজিৎ বোসের কথানুযায়ী তারা এবারের পুজোর থিমটা নিবেদন করছেন শিল্পীদের প্রতি। শিল্পীরা যে কি অসামান্য ভাবে মা দুর্গাকে সাজিয়ে তোলেন, তাদেরই সন্মান জানাতে ওনাদের এই ছোট্ট প্রচেষ্টা।

আরও পড়ুন- দুর্গোৎসবে পরিবেশকে প্লাস্টিকবিহীন করার অঙ্গীকার নিয়েছে ডায়মন্ড পার্ক সর্বজনীন

পুজোর উদ্বোধন করছেন ৫০ জন প্রতিবন্ধী শিশু এবং তাদের নতুন জামাকাপড় দিয়ে বরণ করে এবারের যাত্রা শুরু হবে নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবের। এছাড়াও পুজোর অন্যান্য দিনেও বেশ কিছু সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সুতরাং দুর্গা পুজোয় মাটির এঁদো গন্ধ পেতে রাসবিহারী আ্যভিনিউ থেকে কেওরাতলা শ্মশান অবধি এসে চেতলাপুরে ওঠার আগে কালীঘাট মন্দিরের দিকে একটু এগিয়ে চলে আসুন নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবে।

Share this article
click me!

Latest Videos

'স্বাস্থ্য মন্ত্রী সহ পুরো দফতর এবার জেলে যাবে' বিস্ফোরক শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari News
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
পুলিসের সামনেই চলে অরাজকতা! যা হল দেখুন | Nadia News Today
বন্যা দুর্গতদের পাশে এবার জুনিয়র ডাক্তাররা, দিলেন বড় বার্তা, দেখুন | Junior Doctors
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র