বক্সিং রিংয়ে নকআউট পাঞ্চ, মৃত্যু তরুণ আমেরিকান বক্সারের

Published : Oct 17, 2019, 02:45 PM ISTUpdated : Oct 17, 2019, 02:46 PM IST
বক্সিং রিংয়ে নকআউট পাঞ্চ, মৃত্যু তরুণ আমেরিকান বক্সারের

সংক্ষিপ্ত

শনিবার ম্যাচ চলাকালীন ঘটেছিল দুর্ঘটনা প্রতিপক্ষের নকআউট পাঞ্চে মাথায় চোট রিং থেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্যাট্রিক ডেকে চারদিন কোমায় থাকার পর মৃত্যু বক্সারের

আবার খেলার মাঝে দুর্ঘটনা। প্রাণ গেল ২৭ বছরের এক তরুণ বক্সারের। শনিবার আমেরিকার পেশাদার বক্সিংয়ে মুখোমুখি হয়েছিলেন প্যাট্রিক ডে ও চার্লস কনওয়েল। দশম রাউন্ডের বাউট চলার সময় চার্লস নকআউট পাঞ্চ করেন প্যাট্রিক ডে’কে। সেই পাঞ্চেই মাথায় গুরুতর চোট পান ২৭ বছরের বক্সার প্যাট্রিক। রিংয়েই জ্ঞান হারান তিনি। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অবস্থার গুরুত্ব বুঝে অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন চিকিত্সকরা। কিন্তু তাতেও প্রাণ বাঁচল না। 

আরও পড়ুন - রাগ, দুঃখ সবই হয় কিন্তু প্রকাশ করি না, বলছেন মহেন্দ্র সিং ধোনি

 

অস্ত্রপচারের পর কোমায় চলে গিয়েছিলেন প্যাট্রিক ডে। চার দিন কোমায় থাকার পর সব লড়াই শেষ। বুধবার প্যাট্রিকের টিমের পক্ষ থেকে জানানো হয়, ট্রমাটিক ব্রেন ইনজুরির জন্য প্রাণ হারিয়েছেন বক্সার প্যাট্রক ডে। এই খবর ছড়িয়ে পরতেই শোকের আবহ নেমে আসে আমেরিকার পেশেদার বক্সিং মহল ও ক্রীড়া জগতে। শোকস্তব্ধ সেই ম্যাচে প্যাট্রিকের প্রতিপক্ষ চার্লস কনওয়েল।  

আরও পড়ুন - ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভকে নিয়ে আত্মবিশ্বাসী আজহারউদ্দিন

বক্সিং বিশ্ব এমন ঘটনা এবছরে তৃতীয়। জুলাই মাসে আর্জেনিতার এক বক্সার প্রাণ হারিয়েছিলেন রিংয়ে চোট পেয়ে। দিন কয়েক আগেই প্রাণ হারিয়েছিলেন রাশিয়ার এক বক্সারও। এবার প্যাট্রিক। বক্সিং বিশ্ব এই তিন ঘটনায় শোকস্তব্ধ। 

আরও পড়ুন - ধোনির ভবিষ্যৎ কোন পথে এগোবে, ২৪ তারিখ নির্বাচকদের সঙ্গে কথা বলবেন সৌরভ

PREV
click me!

Recommended Stories

Indian Football: পদ হারাতে পারেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের একাধিক কর্তা! কী এমন আছে নতুন সংবিধানে?
IFA Shield 2025: আইএফএ শিল্ড জিততে মরিয়া সব দল! দারুণ ফুটবলের আশায় সচিব অনির্বাণ