রুদ্ধশ্বাস ম্যাচে অলিম্পিক সোনা জয়ীকে মাত, প্রি কোয়ার্টারে বাংলার অতনু দাস

Published : Jul 29, 2021, 02:40 PM ISTUpdated : Jul 29, 2021, 02:57 PM IST
রুদ্ধশ্বাস ম্যাচে অলিম্পিক সোনা জয়ীকে মাত, প্রি কোয়ার্টারে বাংলার অতনু দাস

সংক্ষিপ্ত

তিরন্দাজীর ব্যক্তিগত ইভেন্টে দুরন্ত অতনু দাস। পরপর দুটি রাউন্ড জিতে পৌছলেন প্রি কোয়ার্টার ফাইনালে। হারালেন অলিম্পিকে ২ বারের সোনা জয়ী কোরিয়ান প্রতিপক্ষকে।  

তিরন্দাজিতে দলগত ইভেন্টে ব্যর্থ হলেও, ব্যক্তিগত ইভেন্টে দীপিকা কুমারির পর পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছে বাংলার অতনু দাস। এদিন পরপর দুটি রাউন্ডে দুই শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা পাকা করেন অতনু দাস। প্রথম রাউন্ডে ভারতীয় তিরন্দাজ হারান চাইনিজ তাইপের য়ু-চেং ডেং ও দ্বিতীয় রাউন্ডে অলিম্পিক্সের দলগত বিভাগে সোনা জয়ী কোরিয়ার ওহ জিনহিয়েকে হারান ভারতীয় তারকা তিরন্দাজ।

 

আরও পড়ুনঃপদকের আরও কাছে সিন্ধু, ড্যানিশ প্রতিপক্ষকে স্ট্রেট সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারতীয় শাটলার

পরপরল দুটি রাউন্ড জিতলেও, কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হয় বাংলার অতনু দাসকে। চাইনিজ তাইপের য়ু-চেং ডেং-কে পাঁচ সেটের উত্তেজক লড়াইয়ে যাঁকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে দেন ভারতীয় তিরন্দাজ। অপরদিকে দ্বিতীয় রাউন্ডে অতনুর প্রতিপক্ষ টোকিও অলিম্পিক্সে দলগত বিভাগে সোনা জয় নয়, লন্ডন অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছিলেন ওহ জিনহিয়েক। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেন অতনু।  নির্ধারিত ৫ সেটের পর ম্যাচ দাঁড়িয়েছিল ৫-৫ সেট-পয়েন্টের সমতায়। শুট-অফের একটি তিরে অতনু সংগ্রহ করেন ১০ পয়েন্ট। জিনহিয়েক ৯ পয়েন্ট স্কোর করতেই ম্যাচ জিতে যান অতনু।

 

আরও পড়ুনঃহকিতে শেষ আটে ভারত, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারাল ৩-১ গোলে

আরও পড়ুনঃবক্সিং কোয়ার্টার ফাইনালে সতীশ কুমার, আর একটি বাউট জিতেলেই পদক নিশ্চিৎ

এদিনের ম্যাচে গ্যালারি থেকে অতনু দাস উৎসাহ দিতে উপস্থিত ছিলেন তার স্ত্রী তথা বিশ্বের এক নম্বর মহিলা তিরন্দাজ দীপিকা কুমারি। তিনিও ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ের আশা জিইয়ে রেখেছেন। প্রি-কোয়ার্টারে অতনুর প্রতিপক্ষ জাপানের তাকাহারু ফুরুকাওয়া। ফের কঠিন প্রতিপক্ষ হলেও তাকে ঘিরে পদক জয়ের স্বপ্ন দেখছে দেশাবাসী।


PREV
click me!

Recommended Stories

Messi Statue: লেকটাউনে মেসি-মারাদোনার মূর্তি কোন জমিতে? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
T20 World Cup 2026: অনুশীলন বন্ধ পাক দলের! নির্দেশ পাকিস্তান ক্রিকেট বোর্ডের, বাংলাদেশের পাশে থেকে ভারতকে চাপ?