মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড, কোয়ার্টার ফাইনালে হার, তারপরও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয় বজরং পুনিয়ার

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে (World Wrestling championships 2022) ব্রোঞ্জ (Bronze Medal) জিতলেন ভারতীয় তারকা কুস্তিগীর বজরং পুনিয়া (Bajrang Punia)। কোয়ার্টার ফাইনালে হেরে গেলেও রেপোচেজের মাধ্যমে ব্রোঞ্জ জিতলেন তিনি। এই নিয়ে প্রতিযোগিতায় এটি ভারতের দ্বিতীয় পদক। 
 

Web Desk - ANB | Published : Sep 19, 2022 5:57 AM IST / Updated: Sep 19 2022, 11:32 AM IST

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে নয়া নজির গড়লেন ভারতীয় তারকা কুস্তিগীর বজরং পুনিয়া। কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েও শেষ পর্যন্ত রেপোচেজের মাধ্যমে দেশকে ব্রোঞ্জ মেডেল উপহার দিলেন বজরং। এই নিয়ে নিজের কেরিয়ারে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে মোট ৪টি পদক জিতলেন পুনিয়া। এই রেকর্ড নেই কোনও ভারতীয় কুস্তিগীরের। গতবছর টোকিও অলিম্পিকেও ব্রোঞ্জ জিতেছিলেন বজরং পুনিয়া। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পারি দিয়েছিলেন ভালো ফলাফলের লক্ষ্যে। প্রি কোয়ার্টার ফাইনালে মাথা ফেটে খুব খরাপভাবে আহত হয়েছিলেন বজরং।  কোয়ার্টার ফাইনাল ম্যাচে হারতে হয়েছিল তাকে। তারপর সেখান থেকে যেভাবে ঘুড়ে দাঁড়িয়ে রেপোচেজের মাধ্যমে পদক জিততে পারায়া খুশি বজরং পুনিয়া। ব্রোঞ্জ জয়ের ম্যাচে বজরয়ংয়ের পক্ষে খেলার ফল ১১-৯। 

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ৬৫ কেজি বিভাগে নেমেছিলেন বজরং পুনিয়া। কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের জন মাইকেল ডিয়াকোমিহালিসের কাছে হেরে গিয়েছিলেন বজরং।  এর পরে তিনি ব্রোঞ্জ জয়ের ম্যাচে যোগ্যতা পান রেপোচেজের রাউন্ডের মাধ্যমে। যেখানে তিনি হারান আর্মেনিয়ার ভাজ়জেন টেভানিয়ানকে ৭-৬ পয়েন্টে। ব্রোঞ্জ জয়ের ম্যাচে  বজরং পুনিয়ার প্রতিপক্ষ ছিলেন  পুয়ের্তো রিকোর সেবাস্তিয়ান সি রিভেরা। সেই ম্যাচে খুব কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হয়েছিল বজরংকে। ম্যাচে এক সময় ৬-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন ভারতীয় কুস্তিগীর। সেখানে থেকে ঘুড়ে দাঁড়ান বজরং। বজরং পুনিয়া একটি থ্রো এবং একটি টেকডাউন মুভের মধ্যে দিয়ে ৬-৬ করেন। এরপর ফের এগিয়ে যান রিভেরা। প্রথম পিরিয়ড শেষে রিভেরা এগিয়ে ছিলেন ৯-৬ পয়েন্টে। তবে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেও লড়াই ছাড়েননি বজরং পুনিয়া। শেষ পর্যন্ত ১১-৯ ফলে পদক নিশ্চিত করলেন বজরং। বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ২০১৩ সালে ব্রোঞ্জ, ২০১৮ সালে রুপো এবং ২০১৯ সালে ব্রোঞ্জ জেতার পর ২০২২ সালে ফের ব্রোঞ্জ জিতলেন বজরং। পুনিয়া পদক জয়ের পর তাকে শুভেচ্ছা জানিয়েছে সাই। 

 

 

প্রসঙ্গত, বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সার্বিকভাবে বিচার করলে কিন্তু ভারতের পারফরম্যান্স খুব একটা ভালো হয়নি। প্রতিযোগিতায় ৩০ সদস্যের দল পাঠিয়েছিল ভারত।  কিন্তু এখনও পর্যন্ত পদক এসেছে মাত্র দুটি। এর আগে মেয়েদের ৫৩ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন বিনেশ ফোগট। তারপর ছেলেদের ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন বজরং পুনিয়া। টোকিও অলিম্পিকে রুপো জয়ী রবি কুমার দাহিয়াও বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে কোনও পদক জিততে পারেননি।

Share this article
click me!