নতুন বছরে প্রথম লিগ গোল বেনঞ্জেমার, মাদ্রিদ ডার্বি জিতলো রয়্যাল হোয়াইটস-রা

Published : Feb 02, 2020, 08:35 AM ISTUpdated : Feb 02, 2020, 08:37 AM IST
নতুন বছরে প্রথম লিগ গোল বেনঞ্জেমার, মাদ্রিদ ডার্বি জিতলো রয়্যাল হোয়াইটস-রা

সংক্ষিপ্ত

টানা দ্বিতীয় মাদ্রিদ ডার্বি জয় রিয়াল মাদ্রিদের নতুন বছরে প্রথম লিগ গোল বেনজেমার লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করলো জিদানের শিষ্যরা

মরশুমের তৃতীয় এবং শেষ মাদ্রিদ-ডার্বি জিতল রিয়াল মাদ্রিদ। লা লিগার দ্বিতীয় পর্বের মাদ্রিদ ডার্বি ১-০ গোলে জিতে নিলো জিদানের ছেলেরা। ম্যাচের একমাত্র গোলটি করেন ফরাসী তারকা করিম বেনজেমা। এর আগে অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানাতে মরশুমের প্রথম মাদ্রিদ ডার্বি ০-০ গোলে ড্র হয়। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে তে আর পয়েন্ট খোয়াতে হলো না রিয়াল মাদ্রিদকে।

গোটা ম্যাচে আধিপত্য নিয়ে খেলে রিয়াল মাদ্রিদ। পুরো ম্যাচে ৬৫ শতাংশ বলের দখল রাখে রিয়াল।  অপরদিকে অ্যাটলেটিকোর কোচ দিয়াগো সিমিওনের নির্দেশ অনুসারে নিজেদের ডিফেন্স কে দুর্ভেদ্য করে তোলে অ্যাটলেটিকো। প্রথমার্ধে অ্যাটলেটিকোর রক্ষণে কোনো ফাঁক খুঁজে পায়নি রিয়াল। দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে গোল করেন বেনজেমা। ভিনিসিয়াস জুনিয়রের থ্রু বল ধরে বক্সের মধ্যে ক্রস রাখেন লেফট-ব্যাক মেন্ডি। সেই ক্রস থেকেই গোল বেনজেমার এরপর কয়েকবার আক্রমণ করলেও গোলমুখ খুলতে পারেনি অ্যাটলেটিকো। রিয়াল মাদ্রিদও এর ব্যবধান বাড়াতে পারেনি। 

আগের মাসে স্প্যানিস সুপার কাপ ফাইনালে আতলেটিকো মাদ্রিদ-কে পেনাল্টি শুটআউটে হারায় রিয়াল। এরপর লিগের ডার্বিও জিতে নিয়ে ৩ বছর পর লা লিগা জয়ের রাস্তায় নিজেদের ছন্দ ধরে রাখলো জিদানের ছেলেরা। এরপর কোপা দেল রে সেমি-ফাইনালে রিয়াল সোসিয়াদাদ-এর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। 

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: দুবাইয়ে পিকলবল খেললেন, আগের মতোই ফিট হয়ে উঠেছেন ধোনি
Ashes 2025: ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড, দলে ফিরলেন প্যাট কামিন্স