কমনওয়েলথ গেমসের চতুর্থ দিনে ভারতের সম্পূর্ণ, জেনে নিন কটি পদক আসতে পারে ঝুলিতে

কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) তৃতীয় দিনে জোড়া সোনা পেয়েছে ভারত। দ্বিতীয় দিনেও একটি সোনা সহ এসেছিল চারটি পদক। এখনও পর্যন্ত সবকটি পদকই এসেছে ভারত্তোলন  বিভাগে। চতুর্থ দিনে দেখে নিন ভারতীয় দলের সূচি (Indian Team 3rd day full Schedule)। 
 

কমনওয়েলথ গেমস যতই এগোচ্ছে পদক তালিকায় ভারতের পদক সংখ্যা ক্রমেই বাড়ছে। দ্বিতীয় দিনেই পদকের খাতা খোলে ভারতের। ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে  সংকেত সারগরের রূপো জয় দিয়ে কমনওয়েলথে পদকের খাতা খোলে ভারত। এরপর ৬১ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ এনে দেন গুরুরাজা পূজারি। তারপর খোলে সোনার ভাগ্য। ৪৯ কেজি বিভাগে টোকিও অলিম্পিকে রূপো জয়ী মীরাবাই চানু কমনওয়েলথ ২০২২-এ দেশকে প্রথম সোনা এনে দেন। ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে রেকর্ড গড়ে রুপো জেতেন আরও এক ভারোত্তলক বিন্দিয়ারানী দেবী। তৃতীয় দিনে জোড়া সোনা আসে ভারতের ঝুলিতে। ভারোত্তলনে পুরুষদের ৬৭ কিলো বিভাগে সোনা জেতেন জেরেমি লালরিন্নুঙ্গা। আর মধ্যরাতে ভারোত্তোলনের ৭৩ কিলো বিভাগে সোনা জেতেন বাংলার অচিন্ত্য শেউলি। এখনও পর্যন্ত ভারত যে কটি পদক পেয়েছে সবকটিই  ভারোত্তলন বিভাগে। চতুর্থ দিনেও ভারতীয় অ্যাথলিটরা দেশকে আরও পদক এনে দেবেন বলে আশাবাদী গোটা দেশ। নিজেদের সেরাট দেওয়ার অপেক্ষায় রয়েছেন ভারতীয় দলের ক্রীড়াবিদরাও। চতুর্থ দিনেও ভারোত্তোলন , জিমন্যাস্টিক, বক্সিং সহ একাধিক বিভাগে রয়েছে পদক জয়ের হাতছানি। এক ঝলকে দেখে নিন ভারতীয় দলের চতুর্থ দিনের সূচি। 

কমনওয়েলথ গেমস ২০২২-এ ভারতের চতুর্থ দিনের সূচি-

Latest Videos

লন বল:

মহিলাদের চার সেমিফাইনাল (দুপুর ১টা)

জুডো: (দুপুর আড়াইটে থেকে)

পুরুষদের ৫৫কেজি বিভাগে রাউন্ড অফ ১৬: জসলিন সিং সাইনি

মহিলাদের ৫৭কেজি বিভাগে রাউন্ড অফ ১৬: সুচিকা তারিয়াল

পুরুষদের ৬০কেজি বিভাগে রাউন্ড অফ ১৬: বিজয় কুমার যাদব

মহিলাদের ৪৮কেজি বিভাগে কোয়ার্টারফাইনাল: শুশীলা দেবী লিকমাবাম

স্কোয়াশ:

মহিলাদের সিঙ্গল প্লেটার কোয়ার্টার ফাইনাল: সুনয়না সারা কুরুভিলা (বিকেল সাড়ে চারটে)

মহিলাদের সিঙ্গল কোয়ার্টার ফাইনাল: জোৎস্না চিনাপ্পা (সন্ধ্যে ৬টায়)

সাঁতার:

পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাই হিট ৬: সজন প্রকাশ (দুপুর ৩টে ৫১)

বক্সিং:

৪৮-৫১ কেজি বিভাগ (ফ্লাইওয়েট) রাউন্ড অফ ১৬: অমিত পাঙ্গাল (বিকেল ৪টে ৪৫)

৫৪-৫৭ কেজি ক্যাটাগরি (ফেদারওয়েট) রাউন্ড অফ ১৬: হুসাম উদ্দিন মহম্মদ (সন্ধ্যে ৬টা)

৭৫-৮০ কেজি বিভাগ (লাইট হেভিওয়েট) রাউন্ড অফ ১৬: আশিস কুমার (মধ্যরাত ১টায়)

সাইক্লিং:

মহিলাদের কিরেন প্রথম রাউন্ড: ত্রিয়শী পল, শুশিকলা আগাশে এবং ময়ূরী লুটে (সন্ধ্যে ৬টা ৩২)

পুরুষদের ৪০ কিমি পয়েন্ট রেসের যোগ্যতা: নমন কপিল, ভেঙ্কাপ্পা কেঙ্গালাগুট্টি, দীনেশ কুমার এবং বিশ্বজিৎ সিং (সন্ধ্যে ৬টা ৫২)

পুরুষদের ১০০০ মিটার টাইম ট্রেইল ফাইনাল: রোনাল্ডো লাইটনজাম, ডেভিড বেকহ্যাম (রাত ৮টা ২ মিনিটে)

মহিলাদের ১০ কিমি স্ক্রচ রেসের ফাইনাল: মীনাক্ষী (রাত ৯টা ৩৭ মিনিট)

হকি:

পুরুষদের পুল বি: ভারত বনাম ইংল্যান্ড (রাত ৮টা ৩০)

ভারোত্তোলন:

পুরুষদের ৮১ কেজি: অজয় ​​সিং (দুপুর ২টো)

মহিলাদের ৭১ কেজি: হরজিন্দর সিং (রাত ১১টা)

টেবিল টেনিস:

পুরুষ দলের সেমিফাইনাল: ভারত বনাম নাইজেরিয়া (রাত ১১টা ৩০)

প্যারা-সাঁতার:

পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল S7 ফাইনাল: নিরঞ্জন মুকুন্দন এবং সুয়াশ নারায়ণ যাদব (মধ্যরাত ১২টা ৪৬)

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia