গোল্ড কোস্টের পর বার্মিংহ্যাম, কমনওয়েলথে কুস্তিতে ফের সোনা জয় বজরং পুনিয়ার

কমনওয়েলথ ২০২২ (Commonwealth games 2022) -এ কুস্তিতে ভারতকে প্রথম সোনা এনে দিলেন বজরং পুনিয়া (Bajrang Punia)। ফাইনালে কানাডার লাচলান ম্যাকনিলকে ৯-২ ব্যবধানে হারালেন ভারতীয় কুস্তিগীর।

একেই বলে সত্যিকারের চ্যাম্পিয়ন। পরপর দুটি  কমনওয়েলথ গেমসে সোনা জিতে নজির সৃষ্টি করলেন ভারতীয় তারকা কুস্তিগীর বজরং পুনিয়া। পাশাপাশি পরপর তিনটি কমনওয়েলথে পদক জিতে পদক জয়ের হ্যাটট্রিক পূরণ করলেন বজরং। ২০২২ কমনওয়েলথ গেমসের ফাইনালে ছেলেদের ফ্রি স্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগে কানাডার লাচলান ম্যাকনিলকে হারিয়ে সোনা  জিতলেন বজরং পুনিয়া। ফাইনালে প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি তিনি। একতরফা ম্য়াচে ৯-২ ব্যবধানে জিতে দেশকে গোল্ড মেডেল উপহার দিলেন বজরং।

ছেলেদের ৬৫ কেজি বিভাগের ফাইনালে উঠে পদক নিশ্চিত আগেই করে ফেলেছিলেন বজরং পুনিয়া। ৪-০ ব্যবধানে প্রথম বাউট জিতে বজরং প্রবেশ করেন কোয়ার্টার ফাইনালে। শেষ আটের লড়াইয়ে  কোয়ার্টার ফাইনালে মরিশাসের জিয়ান জোরিস বানদউকে ৬-০ ব্যাবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠেন বজরং পুনিয়া।  সেমিফাইনালে ১০-০ ব্যবধানে হারিয়ে দেন ইংল্যান্ডের জর্জ ব়্যামকে। ফাইনালে নামার আগে আত্মবিশ্বাসী ছিলেন বজরং পুনিয়া। ফাইনালে নিজের পারফরম্যান্স দিয়ে সেটা প্রমাণও করে দেন তিনি।

Latest Videos

গোল্ড মেডেল বাউটে ১ মিনিটের খেলার শেষেই প্যাসিভিটির জন্য বজরংয়ের খাতায় ১ পয়েন্ট যোগ হয়। তার পরেই বজরং লাচলানকে টেক ডাউন করে আরও ২ পয়েন্ট সংগ্রহ করে নেন। প্রথম রাউন্ডের শেষ বেলায় কানাডিয়ান তারকাকে সার্কলের বাইরে ঠেলে নিয়ে গিয়ে নিজের খাতায় আরও ১ পয়েন্ট যোগ করে নেন পুনিয়া। ফলে প্রথম রাউন্ডের শেষে ভারতীয় তারকা ৪-০ লিড নিয়ে নেন।দ্বিতীয় রাউন্ডের বজরংকে টেক ডাউন করে ২ পয়েন্ট সংগ্রহ করেন লাচলান। তবে বজরং তার পরেই ফের সিঙ্গল লিগ অ্যাটাক করে পরপর ২ ও ১ পয়েন্ট সংগ্রহ করে নেন। ফলে তিনি ৭-২ ব্যবধানে এগিয়ে যান। একেবারে শেষ মুহূর্তে বজরং লাচলানকে টেক ডাউন করে আরও ২ পয়েন্ট তুলে নেন এবং ৯-২ ব্যবধানে বাউট জিতে সোনার পদক গলায় ঝোলান।

সোশ্যাল মিডিয়ায় বজরং পুনিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইটারে মোদী লিখেছেন,'প্রতিভাবান বজরংপুনিয়া ধারাবাহিকতা এবং শ্রেষ্ঠত্বের সমার্থক। তিনি বার্মিংহাম কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন। অসাধারণ কৃতিত্বের জন্য তাকে অভিনন্দন। তার টানা ৩য় কমনওয়েলথ গেমস পদক। তার আত্মা ও আত্মবিশ্বাস অনুপ্রেরণাদায়ক। আমার শুভ কামনা সবসময় ওর সঙ্গে রয়েছে।'

 

 

প্রসঙ্গত,২০১৪-র গ্লাসগো গেমসে তিনি ৬১ কেজি বিভাগে রুপো পেয়েছিলেন বজরং পুনিয়া। ২০১৮ গোল্ড  কোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন তিনি। ২০২২ সালে তার থেকে সোনা প্রত্যাশা করেছিল সকলে। দেশবাসীকে সোনাই উপহার দিলেন ভারতীয় তারকা কুস্তিগীর। সোনা জয়ের পর থেকেই শুভেচ্ছাক জোয়ারে ভাসছেন বজরং পুনিয়া।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury