ICC Champions Trophy 2025: মোট ১০ জন ক্রিকেটার চোটের তালিকায়! বিপাকে কোন কোন দল?

Published : Feb 12, 2025, 06:33 PM IST
ICC Champions Trophy

সংক্ষিপ্ত

ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার একজন করে খেলতে পারবেন না। 

এসেই গেল ICC Champions Trophy। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর।

তবে এই মেগা ক্রিকেট প্রতিযোগিতা শুরুর আগেই ধাক্কা খেল মোট ৬টি দল। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না ৬টি দেশের মোট ১০ জন ক্রিকেটার। সেই তালিকায় অবশ্য ভারতের পাশাপাশি পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মতো দলও রয়েছে।

চোটের জেরে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়া। তাদের দলের চারজন ক্রিকেটার চোটের তালিকায় আছেন। আর একজন ক্রিকেটার তো সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ফলে, অস্ট্রেলিয়ার পাঁচজন ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই।

অন্যদিকে, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার একজন করে খেলতে পারবেন না। এই ক্রিকেটারদের মধ্যে অনেকেই আবার আইপিএলেও খেলেন। স্বাভাবিকভাবেই তাদের আইপিএল খেলা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে।

যেমন ভারতের যশপ্রীত বুমরা। ভারত যদিও শেষপর্যন্ত বুমরাকে খেলানোর চেষ্টা করেছিল। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টে পাওয়া চোট এখনও সারেনি তাঁর। তাই আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন তিনি।

এরপরেই আসা যাক প্যাট কামিন্সের কথায়। অস্ট্রেলিয়া তাঁর সার্ভিস পাবে না। কারণ, কামিন্সের গোড়ালিতে চোট রয়েছে। অস্ট্রেলিয়া অধিনায়ক ছিটকে যেতেই তারা আরও চাপে আছেন। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না তিনি।

ফলে, কামিন্স না খেলায় স্টিভ স্মিথ দলকে নেতৃত্ব দেবেন। এদিকে আবার কামিন্স আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। তিনি খেলতে না পারলে সমস্যায় পড়বে ঐ দলটিও।

ওদিকে মিচেল মার্শ বিশ্বচ্যাম্পিয়ন দলের আরও একজন ক্রিকেটার। পিঠের পেশির চোটে দীর্ঘ দিন মাঠের বাইরে আছেন তিনি। খেলতে পারবেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতেও।

অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের কথায় আসা যাক। এই বাঁহাতি পেসারের বাঁ পায়ের গোড়ালিতে চোট রয়েছে। ফলে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না তিনি। এরপর আছেন জশ হ্যাজ়েলউড। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই অস্ট্রেলিয়ার প্রধান তিন জোরে বোলারই। কামিন্স এবং স্টার্কের পাশাপাশি হ্যাজ়েলউডকেও পাবে না দল।

কারণ, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের সময় যে চোট তিনি পেয়েছিলেন, তা এখনও সারেনি। তবে সেখানেই শেষ নয়। তালিকায় আছেন মার্কাস স্টয়নিসও। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার অবশ্য চোট পাননি। কিন্তু অজি এই অলরাউন্ডার একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি জানিয়েছেন, টি-২০ ক্রিকেটে বেশি মন দিতে চান তিনি। সেই কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারছেন না।

দক্ষিণ আফ্রিকার অনরিখ নোখিয়ে পিঠের পেশির চোটের জেরে দীর্ঘদিন মাঠের বাইরে আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবেন না তিনি। আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্স কিনেছে আবার এই নোখিয়েকে। কিন্তু তিনি খেলতে না পারলে বেজায় চাপে পড়বে কেকেআর।

এরপর আসা যাক জেকব বেথেলের কথায়। ভারত-ইংল্যান্ড সিরিজ়ের মাঝেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন বেথেল। ফলে তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাবে না ইংল্যান্ড দল। এরপর আছেন আল্লা গজ়নফর। আফগানিস্তানের এই তরুণ স্পিনার চোট পেয়েছেন। জ়িম্বাবোয়ে সিরিজ়ে পাওয়া চোট অন্তত চার মাস তাঁকে মাঠের বাইরে রাখবে বলে মনে করছেন অনেকেই। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না তিনি।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ের মাঝে চোট পেয়েছিলেন পাকিস্তানের ওপেনার সাইম আয়ুব। ফলে, ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হবে না তাঁর।

অতএব, মেগা প্রতিযোগিতার আগেই বিপাকে ৬ দল। কার্যত,  প্রতিযোগিতা শুরুর আগেই ধাক্কা খেল মোট ৬টি দল। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না ৬টি দেশের মোট ১০ জন ক্রিকেটার। সেই তালিকায় অবশ্য ভারতের পাশাপাশি পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মতো দলও রয়েছে।

উল্লেখ্য, চোটের জন্য সবথেকে বেশি সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অজিদের দলের চারজন ক্রিকেটার চোটের তালিকায় রয়েছেন। আর একজন ক্রিকেটার তো সবাইকে রীতিমতো অবাক করে দিয়ে হঠাৎ অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ফলে, অস্ট্রেলিয়ার পাঁচজন ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে