Ambati Rayudu: 'টিম ম্যানেজমেন্ট বোকার মতো যুক্তি দিয়েছিল,' ৪ বছর পরেও ক্ষোভ রায়াডুর

২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ না পাওয়ার আফশোস ও হতাশা এখনও যাচ্ছে না অম্বাতি রায়াডুর। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত মানতে পারছেন না এই ব্যাটার।

Soumya Gangully | Published : Nov 26, 2023 8:54 AM IST / Updated: Nov 26 2023, 04:17 PM IST

এমএসকে প্রসাদকে এখনও ক্ষমা করতে পারেননি অম্বাতি রায়াডু। ভবিষ্যতেও বোধহয় তাঁর এই ক্ষোভ থেকে যাবে। ২০১৯ সালে ওডিআই বিশ্বকাপ খেলতে না পারার আপশোস যে কিছুতেই যাওয়ার নয়। রায়াডু মনে করেন, তিনি যোগ্য হওয়া সত্ত্বেও বিশ্বকাপে খেলার সুযোগ পাননি। সেই সময় বিসিসিআই-এর প্রধান নির্বাচক ছিলেন প্রসাদ। তিনি রায়াডুর পরিবর্তে বিজয় শঙ্করকে দলে নেওয়ার ক্ষেত্রে যুক্তি দিয়েছিলেন, 'শঙ্কর থ্রিডি প্লেয়ার'। এরপর প্রসাদকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রায়াডু। তিনি লেখেন, 'বিশ্বকাপ দেখার জন্য থ্রিডি চশমা অর্ডার দিয়েছি।' সেই পোস্ট ঘিরে ক্রিকেট মহলে হইচই শুরু হয়। ৪ বছর পরেও বাদ পড়ার ঘটনা ভুলতে পারছেন না রায়াডু।

টিম ম্যানেজমেন্টকে তোপ

Latest Videos

২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের আগের কয়েক মাস ওডিআই ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স দেখান রায়াডু। বিশ্বকাপে তাঁরই ৪ নম্বরে ব্যাটিং করার কথা ছিল। কিন্তু বিশ্বকাপের দল গঠনের সময় এই ব্যাটারকে বাদ দেওয়া হয়। রায়াডুর পরিবর্তে খেলার সুযোগ পেয়ে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি শঙ্কর। সেই কারণে অনেকেই নির্বাচকদের সিদ্ধান্ত মানতে পারেননি। এতদিন পরেও ক্ষোভ রয়েছে রায়াডুর। তিনি বলেছেন, ‘সেই সময় টিম ম্যানেজমেন্টের মনে হয়েছিল, আমি শান্ত, বেশি কথা বলি না, নিজের মতো থাকি বলে আমার হয়তো বেশি আত্মবিশ্বাস নেই। সেটা বোকার মতো যুক্তি ছিল। এই যুক্তি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। একজনকে দেখে কীভাবে বলা যায় সে আত্মবিশ্বাসী কি না?’

বিরাট কোহলির প্রতি ক্ষোভ রায়াডুর

২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। তাঁর নাম না করেই ক্ষোভপ্রকাশ করেছেন রায়াডু। তিনি বলেছেন, ‘২০১৯ সালের বিশ্বকাপে ভারতীয় দলের ৪ নম্বর জায়গাটা আমার ছিল। আমাকে দলে নেওয়া না হলে অজিঙ্কা রাহানে ছিল। এবারের ওডিআই বিশ্বকাপে যেমন ৪ নম্বরে ব্যাটিং করার উপযুক্ত শ্রেয়াস আইয়ারকে দলে নেওয়া হয়, ২০১৯ সালে সেরকম কাউকে দলে নেওয়া হয়নি কেন? এটা হতবাক হওয়ার মতো ঘটনা ছিল। ভারতীয় দল বিশ্বকাপ খেলতে যাচ্ছিল, কোনও ব্যক্তিগত লিগ টুর্নামেন্ট না। সেই সময় ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে উপযুক্ত ছিল না। তবে রোহিত শর্মার নেতৃত্বে পরিস্থিতি বদলে গিয়েছে। ও দুর্দান্ত অধিনায়কত্ব করছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Mohammad Shami: নৈনিতালে চোখের সামনে গাড়ি দুর্ঘটনা, যুবককে উদ্ধার শামির

Rinku Singh: টি-২০ বিশ্বকাপে খেলাই লক্ষ্য, জাতীয় দলে জায়গা পাকা করতে চান রিঙ্কু সিং

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
'পুলিশ তৃণমূলের কাউকে টাচ করতেই ভয় পায়' কেন! জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP vs TMC |
'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati