সংক্ষিপ্ত

আইপিএল-এ দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং। জাতীয় দলের হয়েও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এই ব্যাটার।

এশিয়ান গেমসে ভারতীয় দলের হয়ে সোনা জিতেছেন। এবার টি-২০ বিশ্বকাপে খেলাই রিঙ্কু সিংয়ের লক্ষ্য। এই ব্যাটার জানিয়েছেন, ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পেলে তাঁর স্বপ্নপূরণ হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়ে শেষ বলে ভারতীয় দলকে জয় এনে দেন রিঙ্কু। এই ব্যাটার জানিয়েছেন, তিনি বিশ্বকাপে খেলার জন্য তৈরি। স্বপ্নপূরণ করার জন্য কঠোর পরিশ্রম করে চলেছেন। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে থাকবেন রিঙ্কু। তিনি যেভাবে খেলে চলেছেন, তাতে জাতীয় দলে জায়গা পাকা করবেন বলেই আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

জাতীয় দলের হয়েও ফিনিশার হয়ে উঠতে চান রিঙ্কু

রবিবার তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-২০ ম্যাচ। তার আগে রিঙ্কু বলেছেন, ‘হ্যাঁ, আমি টি-২০ বিশ্বকাপে খেলার জন্য তৈরি। আমি ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবি না। আমি যদি সুযোগ পাই, তাহলে নিশ্চিতভাবেই সেই সুযোগ কাজে লাগিয়ে ভালো পারফরম্যান্স দেখানোর চেষ্টা করব। যে ফর্ম্যাটেই সুযোগ পাই না কেন, বিশ্বের যে প্রান্তেই খেলা হোক, আমি যদি সুযোগ পাই, তাহলে ১০০ শতাংশ দেব।’

আলিগড়ের গর্ব রিঙ্কু

জন্মস্থান নিয়ে গর্বিত রিঙ্কু। এই ব্যাটার বলেছেন, ‘আমি যদি বিশ্বকাপে খেলার সুযোগ পাই, তাহলে সেটা বড় ব্যাপার হবে। আমি আলিগড়ের একমাত্র পুরুষ ক্রিকেটার হিসেবে আইপিএল ও ভারতীয় দলের হয়ে খেলেছি। এটা আমার কাছে বিশাল ব্যাপার। ভারতের হয়ে খেলার স্বপ্ন সব ক্রিকেটারেরই থাকে। সব ক্রিকেটারই দেশের হয়ে বিশ্বকাপে খেলতে চায়। আমিও এই স্বপ্ন দেখছি। বিশ্বকাপের দলে যখন আমার নাম দেখতে পাব তখন কী প্রতিক্রিয়া হবে জানি না। আমি সেই দিনের অপেক্ষায় আছি। আমি সেই স্বপ্নপূরণের জন্য কঠোর পরিশ্রম করছি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

VVS Laxman: দ্রাবিড়ের পরিবর্তে ভারতীয় দলের প্রধান কোচ হচ্ছেন লক্ষ্মণ

India Vs Australia T20: রবিবার দ্বিতীয় টি-২০ ম্যাচ, তৈরি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া

YouTube video player